ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বন্যায় ভেসে গেছে হবিগঞ্জে দেড় হাজার পুকুরের মাছ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বন্যায় ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি ৩০৯ হেক্টর পরিমাণ জমির ১ হাজার ৫৪৭টি পুকুর-জলাশয়ের মাছ পানিতে ভেসে গেছে। এতে করে প্রায় সাড়ে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা মৎস্য অফিসার কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বন্যায় পুকুর-জলাশয় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলার ৯টি উপজেলায় বন্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হবিগঞ্জ সদর উপজেলায় ৯১৫টি পুকুর, নবীগঞ্জ উপজেলায় ২৭০টি ও মাধবপুর উপজেলায় ২২৫টি পুকুর-জলাশয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের সাহাব উদ্দিন জানান, বন্যায় আমার কয়েকটি পুকুর পানিতে তলিয়ে যায়। যে কারণে পুকুরের সব মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু তা কাজে দেয়নি।

একই উপজেলার জাললাবাদ গ্রামের সফিক মিয়া জানান, বন্যায় আমার দুটি পুকুরের সব মাছ পানিতে ভেসে গেছে। আমি এখন পথে বসতে শুরু করেছি। কোনো অবস্থায়ই মাছ আটকাতে পারছি না। পানির স্রোত বেশি থাকার কারণে জাল ছিঁড়ে বন্যার পানিতে মাছ ভেসে গেছে।

হবিগঞ্জ জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার জানান, বন্যায় জেলার ৯টি উপজেলায় প্রাথমিকভাবে ১১ কোটি ৭৭ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। আমরা একটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্দেশনা পেলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
৩৩ বার পড়া হয়েছে

বন্যায় ভেসে গেছে হবিগঞ্জে দেড় হাজার পুকুরের মাছ

আপডেট সময় ০৫:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে বন্যায় ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি ৩০৯ হেক্টর পরিমাণ জমির ১ হাজার ৫৪৭টি পুকুর-জলাশয়ের মাছ পানিতে ভেসে গেছে। এতে করে প্রায় সাড়ে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা মৎস্য অফিসার কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বন্যায় পুকুর-জলাশয় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলার ৯টি উপজেলায় বন্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হবিগঞ্জ সদর উপজেলায় ৯১৫টি পুকুর, নবীগঞ্জ উপজেলায় ২৭০টি ও মাধবপুর উপজেলায় ২২৫টি পুকুর-জলাশয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের সাহাব উদ্দিন জানান, বন্যায় আমার কয়েকটি পুকুর পানিতে তলিয়ে যায়। যে কারণে পুকুরের সব মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু তা কাজে দেয়নি।

একই উপজেলার জাললাবাদ গ্রামের সফিক মিয়া জানান, বন্যায় আমার দুটি পুকুরের সব মাছ পানিতে ভেসে গেছে। আমি এখন পথে বসতে শুরু করেছি। কোনো অবস্থায়ই মাছ আটকাতে পারছি না। পানির স্রোত বেশি থাকার কারণে জাল ছিঁড়ে বন্যার পানিতে মাছ ভেসে গেছে।

হবিগঞ্জ জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার জানান, বন্যায় জেলার ৯টি উপজেলায় প্রাথমিকভাবে ১১ কোটি ৭৭ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। আমরা একটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্দেশনা পেলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।