বহু অপকর্মের হোতা আ’লীগ নেতা মোতাব্বির কাজল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকার বহু অপকর্মের হোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোতাব্বির হোসেন কাজলকে (৪২) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (২৯ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জে নতুনব্রিজ এলালায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাজল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মোঃ মুতি মিয়ার ছেলে। সেনাবাহিনীর মাধবপুর শাহজিবাজার আর্মি ক্যাম্পের এফএস ল্যাঃ কর্পোঃ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান- চুনারুঘাট উপজেলার জুলাই হত্যাকান্ডের সময় ছাত্রজনতার ওপর নির্যাতনের মামলার অন্যতম আসামী। সে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের নতুনব্রিজ আঞ্চলিক শাখার সাবেক সদস্য।
তার বিরুদ্ধে অভিযোগ উঠছে দলের প্রভাবখাটিয়ে এলাকায় মাদক, জুয়া, পতিতালয় থেকে মাসোয়ারা আদায় করে চাঁদাবাজি করে আসছিলো। একাডেমিক কোন সনদ না থাকলেও নিজেকে দাবি করতেন বড় মাপের সংবাদকর্মী। শায়েস্তাগঞ্জ নতুনব্রিজে দোকানপাটসহ জেলার বিভিন্ন বালু মহাল এবং কলকারখানায় গিয়ে সব সময় হাতে বোম নিয়ে করতেন হুমকি ধামকি। করতেন চাঁদাবাজিও। তার যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ।
গত জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন পুলিশ গোয়েন্দা বাহিনীদের কাছে আন্দোলনের ছবি এবং ভিডিও দিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। এমনকি অনেক নিরীহ লোকজনকে মামলায় অন্তর্ভুক্ত করেন বলেও দাবী ছাত্রজনতার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ ছাত্রজনতার ওপর হামলা মামলার আসামী ও শিমুলতলা গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগ নেতা মোতাব্বির হোসেন কাজলকে আটক করে সেনাবাহিনীর একটি দল।
শিক্ষার্থী আজিজুল ইসলাম শিমুল বলেন- আন্দোলন চলাকালীন সময়ে সে(কাজল) আন্দোলনের ভিডিও ফুটেজ, নামের তালিকা ও শিক্ষার্থীদের ছবি সংগ্রহ করে পুলিশ, সিআইডি, এনএসআই, ডিএসবিসহ গোয়েন্দা সংস্থার কাছে দিতো। এলাকার কিছু কিছু শিক্ষার্থীকে মামলার ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরিয়ে নিত। অবশেষে তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।