সংবাদ শিরোনাম
বেনজীরের রিসোর্টে এনবিআরের বিশেষ অভিযান
রিসোর্টে তদন্ত অভিযান চালাচ্ছে এনবিআরের বিশেষ গোয়েন্দা বিভাগ সিআইসি। অভিযানে রিসোর্ট কেন্দ্রীক বেনজিরের আয় ব্যয় ও বিনিয়োগের হিসাব বের করতে সকল নথিপত্র পর্যালোচনা করবে এনবিআর।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) আগারগাঁও থেকে সিআইসিসির বিশেষ টিমের সদস্যরা গোপালগঞ্জ সাভানা রিসোর্টে যান।
রিসোর্টটি আলোচনায় আসার পর গত বছরের জুনে দুদকের আবেদনে ক্রোকের নির্দেশ দেন ঢাকার আদালত। তখন থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের তত্তাবধানে রয়েছে সাভানা রিসোর্ট।
এরই মধ্যে সংখ্যালঘুসহ অনেকের কাছ থেকেই বেনজির জমি জবরদখল করেন বলে অভিযোগ উঠে আসে। রিসোর্টটি নির্মাণ, বিনিয়োগ ও আয় ব্যয় নিয়ে একসঙ্গে তদন্ত কাজ করছে দুদক ও এনবিআর।
ট্যাগস :