মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোতালিব মিয়ার ছেলে। তিনি ইন্টারনেট কোম্পানির কাজে সিলেট জিন্দাবাজার থেকে মাধবপুরে লাইন টানতে এসেছিলেন। স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ক্যাবল লাইন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফায়ার স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূইয়া জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রায়হান মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে মাধবপুর থানায় হস্তান্তর করেছি।”
মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, স্বজনদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।