ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে ক্রীড়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে সভা ও র‌্যালী অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জে মাজারের দর্শনার্থীদের উত্ত্যক্ত না করতে অনুরোধ করায় নিরীহ লোকদের ওপর হামলা Logo নবীগঞ্জে আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের প্রধান আসামী মোজাহিদ র‌্যাবের হাতে বন্দি Logo ‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ Logo মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ Logo নবীগঞ্জে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে Logo আজ তেলিয়াপাড়া দিবস, ১১ সেক্টরে ভাগ হয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন Logo আমাকে যুদ্ধপরাধ মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমীর Logo সাতছড়ি উদ্যানে পর্যটকের ঢল Logo হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

যশোর প্রতিনিধি

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর ও করিমপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম সিদ্দিক শেখ (৫০)। তিনি দক্ষিণ শ্রীরামপুরের মৃত শুকুর আলীর ছেলে। অপরজন অজ্ঞাত পুরুষ। তার লাশ বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বারিক মোল্যার ছেলে আব্দুল মুজিদ (৪৮), জালাল মোল্যার ছেলে কবির হোসেন (৩৫), মোস্তাক মোল্লার ছেলে আবু সুফিয়ান (২০) আক্কাস মোল্লার ছেলে সাহিদুল ইসলাম (১৮), ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিং পাড়ার মোসলেম আলীর ছেলে রায়হান হোসেন (২৫), জামালপুর সদর থানার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোল্লারবাসা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শেখ ফরিদ (৪০)।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে যশোর সদরের বসুন্দিয়া মাছ নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন- ১২-৪৫৯) নড়াইল সড়ক দিয়ে

ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বেলা সোয়া ১১টার দিকে মাছ বহনকারী পিকআপটি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সামনে থেকে আরেক পিকআপের (যশোর- ন-১৯-০৯৬৪) সংঘর্ষ হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। মুহুর্তেই তুলরামপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে যান৷

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় মাছের পিকআপের সামনে বসে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত রায়হান,রমজান ও ফরিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়৷ এখনো নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। তার লাশ বাঘারপাড়া হাসপাতালে রাখা আছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শ্রীরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত হন সিদ্দিক শেখ (৫০)। বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হন সুফিয়ান, সাহিদুল, আব্দুল মুজিদ ও কবির হোসেন।

স্থানীয়রা জানান, হতাহতরা মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় নড়াইল দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় সিদ্দিক শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী হাসান জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
৬২ বার পড়া হয়েছে

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর ও করিমপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম সিদ্দিক শেখ (৫০)। তিনি দক্ষিণ শ্রীরামপুরের মৃত শুকুর আলীর ছেলে। অপরজন অজ্ঞাত পুরুষ। তার লাশ বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বারিক মোল্যার ছেলে আব্দুল মুজিদ (৪৮), জালাল মোল্যার ছেলে কবির হোসেন (৩৫), মোস্তাক মোল্লার ছেলে আবু সুফিয়ান (২০) আক্কাস মোল্লার ছেলে সাহিদুল ইসলাম (১৮), ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিং পাড়ার মোসলেম আলীর ছেলে রায়হান হোসেন (২৫), জামালপুর সদর থানার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোল্লারবাসা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শেখ ফরিদ (৪০)।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে যশোর সদরের বসুন্দিয়া মাছ নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন- ১২-৪৫৯) নড়াইল সড়ক দিয়ে

ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বেলা সোয়া ১১টার দিকে মাছ বহনকারী পিকআপটি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সামনে থেকে আরেক পিকআপের (যশোর- ন-১৯-০৯৬৪) সংঘর্ষ হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। মুহুর্তেই তুলরামপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে যান৷

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় মাছের পিকআপের সামনে বসে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত রায়হান,রমজান ও ফরিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়৷ এখনো নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। তার লাশ বাঘারপাড়া হাসপাতালে রাখা আছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শ্রীরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত হন সিদ্দিক শেখ (৫০)। বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হন সুফিয়ান, সাহিদুল, আব্দুল মুজিদ ও কবির হোসেন।

স্থানীয়রা জানান, হতাহতরা মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় নড়াইল দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় সিদ্দিক শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী হাসান জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।