ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা, উদ্বোধন হলো পুলিশ বক্স Logo বিচার ও সাজা ছাড়াই ৩০ ধরে কারাগারে কনু মিয়া Logo মৌলভীবাজারের বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় দেখা মিললো গ্ৰেনেড Logo নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু Logo নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু Logo নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা Logo নবীগঞ্জে নিহতের ঘটনায় সাংবাদিক সহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা। Logo শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা Logo হবিগঞ্জে জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৫.১৪ শতাংশ, ১০ বছরে চরম বিপর্যয়

শাপলা-শালুক, দেখি বাংলার মুখ!

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে

শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে আলাদা মর্যাদা সম্পন্ন। ওই ঐতিহ্যবাহী শাপলা-শালুকের দেশ বাংলাদেশ। দেশের লোকজ ঐতিহ্য শাপলা-শালুক, এতেই দেখি চিরায়ত বাংলার মুখ। বাংলাদেশের হাওর, খাল-বিল ও ভাটি অঞ্চলের পানিমগ্ন এলাকার একটি জলজ উদ্ভিদের নাম শাপলা ফুল।

শাপলা সপুষ্পক উদ্ভিদ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভূক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল সাধারণত ভারত উপমহাদেশে দেখা যায়। হাওড়-বিল ও দিঘিতে এটি বেশি ফোটে। বিভিন্ন রঙের ও আকারে শাপলা ফুল নয়নাভিরাম সৌন্দর্যের অবতারণা করলেও, বাংলাদেশে সাদা ও লাল রঙের শাপলা ফুল দেখতে পাওয়া যায়।

হাওর-বিলে ফুটন্ত শাপলা ফুলের চাঁই দূর থেকে দেখতে কার্পেটের মতো মনে হয়। সাদা রঙের শাপলার চাঁই দেখতে সাদা কর্পোরেট মতো মন হয়। লাল রঙের শাপলার চাঁই দেখতে লাল কর্পোরেট মতো মন হয়। এই শাপলা ফুল শুধু হাওর বিলের সৌন্দর্য বর্ধন করে! তা কিন্তু নয়, এটি একটি মজাদার সবজিও বটে। ভাটি অঞ্চলের দুরন্ত কিশোর কিশোরীরা দিনভর শাপলার ডাটা সংগ্রহ করে নিয়ে যায় বাড়িতে সবজির যোগান দিতে। ছোট চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাঁটার সবজি খুবই মজাদার।

এই শাপলা ফুলের পাতা গজানোর মূল উৎস হচ্ছে শালুক। শালুক মূলত: এক প্রকারের বড় আলুর মতো জলজ উদ্ভিদ। শালুক আলুর মতো আগুনে পুড়িয়ে খাওয়া যায়। তাই, পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতায় শালুক কুড়ানোর কথা উল্লেখ করেছেন। শালুক পানির তলায় কাদায় জন্মানো জলজ উদ্ভিদ।

এই শালুক থেকে শাপলা ফুল ও পাতার জন্ম হয় ও বেড়ে ওঠে। শালুক সবজি জাতীয় খাদ্য, শাপলার সাথে শালুক হাওর বিল অঞ্চলের মানুষের খাদ্য তালিকায় থাকে। শাপলা ফুল পরিপুষ্ট হলে এতে এক ধরনের বীজ উৎপন্ন হয়, সেই বীজ শুকিয়ে এর থেকে খৈ তৈরি করা হয়।

শাপলা ফুলের বীজ থেকে তৈরি করা খাবারকে বলা হয় ভেটের খৈ। ওই ভেটের খৈ একটি মুখরোচক খাবার, কুটুম বাড়িতে যেতে , অতিথি আপ্যায়নে এর জুরি মেলা ভার। কবির ছন্দে বলা যায়। হে শহুরে ভাই, তুমি কি যাবে আমার ছোট গাঁয়ে, হেথায় দিন কাটাব, শাপলা-শালুকের গান গেয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
৪৪৫ বার পড়া হয়েছে

শাপলা-শালুক, দেখি বাংলার মুখ!

আপডেট সময় ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে আলাদা মর্যাদা সম্পন্ন। ওই ঐতিহ্যবাহী শাপলা-শালুকের দেশ বাংলাদেশ। দেশের লোকজ ঐতিহ্য শাপলা-শালুক, এতেই দেখি চিরায়ত বাংলার মুখ। বাংলাদেশের হাওর, খাল-বিল ও ভাটি অঞ্চলের পানিমগ্ন এলাকার একটি জলজ উদ্ভিদের নাম শাপলা ফুল।

শাপলা সপুষ্পক উদ্ভিদ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভূক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল সাধারণত ভারত উপমহাদেশে দেখা যায়। হাওড়-বিল ও দিঘিতে এটি বেশি ফোটে। বিভিন্ন রঙের ও আকারে শাপলা ফুল নয়নাভিরাম সৌন্দর্যের অবতারণা করলেও, বাংলাদেশে সাদা ও লাল রঙের শাপলা ফুল দেখতে পাওয়া যায়।

হাওর-বিলে ফুটন্ত শাপলা ফুলের চাঁই দূর থেকে দেখতে কার্পেটের মতো মনে হয়। সাদা রঙের শাপলার চাঁই দেখতে সাদা কর্পোরেট মতো মন হয়। লাল রঙের শাপলার চাঁই দেখতে লাল কর্পোরেট মতো মন হয়। এই শাপলা ফুল শুধু হাওর বিলের সৌন্দর্য বর্ধন করে! তা কিন্তু নয়, এটি একটি মজাদার সবজিও বটে। ভাটি অঞ্চলের দুরন্ত কিশোর কিশোরীরা দিনভর শাপলার ডাটা সংগ্রহ করে নিয়ে যায় বাড়িতে সবজির যোগান দিতে। ছোট চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাঁটার সবজি খুবই মজাদার।

এই শাপলা ফুলের পাতা গজানোর মূল উৎস হচ্ছে শালুক। শালুক মূলত: এক প্রকারের বড় আলুর মতো জলজ উদ্ভিদ। শালুক আলুর মতো আগুনে পুড়িয়ে খাওয়া যায়। তাই, পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতায় শালুক কুড়ানোর কথা উল্লেখ করেছেন। শালুক পানির তলায় কাদায় জন্মানো জলজ উদ্ভিদ।

এই শালুক থেকে শাপলা ফুল ও পাতার জন্ম হয় ও বেড়ে ওঠে। শালুক সবজি জাতীয় খাদ্য, শাপলার সাথে শালুক হাওর বিল অঞ্চলের মানুষের খাদ্য তালিকায় থাকে। শাপলা ফুল পরিপুষ্ট হলে এতে এক ধরনের বীজ উৎপন্ন হয়, সেই বীজ শুকিয়ে এর থেকে খৈ তৈরি করা হয়।

শাপলা ফুলের বীজ থেকে তৈরি করা খাবারকে বলা হয় ভেটের খৈ। ওই ভেটের খৈ একটি মুখরোচক খাবার, কুটুম বাড়িতে যেতে , অতিথি আপ্যায়নে এর জুরি মেলা ভার। কবির ছন্দে বলা যায়। হে শহুরে ভাই, তুমি কি যাবে আমার ছোট গাঁয়ে, হেথায় দিন কাটাব, শাপলা-শালুকের গান গেয়ে।