সংবাদ শিরোনাম  
                            
                            শায়েস্তাগঞ্জের জনসাধারণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনার আমার সকলের
প্রিয় শায়েস্তাগঞ্জ উপজেলা বাসী, আসসালামু আলাইকুম।
শায়েস্তাগঞ্জের জনসাধারণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনার আমার সকলের।
সকলেই সতর্ক থাকুন,
সজাগ দৃষ্টি রাখুন,
কোনভাবেই যেন জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি না হয়।
বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যাতে কোন রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ ভাবে নজর রাখুন।  সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী।
অতএব সাবধান!
এরূপ কোন প্রকার  ঘটনা আঁচ করতে পারলে সাথে সাথে স্থানীয় নেতৃবৃন্দকে জানান।
বিশেষ করে ছাত্র ভাইদের কে বলছি আপনাদের প্রতি এদেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী।
এ বিশ্বাস ভঙ্গ করা যাবেনা।দেশের সম্পদ যাতে নষ্ট না হয় এদিকে সবাই কে খেয়াল হবে।
                                ট্যাগস : 
                                                          
                            
																			 
								                                        























