শায়েস্তাগঞ্জে অলিপুরে রাসেল মার্কেটে ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত সিলেট প্রেরণ
শায়েস্তাগঞ্জের অলিপুরে রাসেল মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম টনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ব্যবসায়ী শফিকুল ইসলাম টনু ফুরকান আলীর কাছে টাকা পাওনা ছিল। এ নিয়ে ফুরকান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন টনু। এর জেরে গতকাল দুপুরের মার্কেটের সামনে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় সুরাবই গ্রামের সৈয়দ ছমির আলীর পুত্র ফুরকান আলীসহ তার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ব্যবসায়ীরা জানান, সৈয়দ ফুরকান আলী দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন করে অলিপুর রাসেল মার্কেটের একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাদেরকে নানান ভাবে নির্যাতন করে।
ওই মার্কেটের ব্যবসায়ী আবুল ফারুক, সফিল মিয়া ও দুলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করায় ফুরকান আলীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন তারা। এমন কি ব্যবসায়ীদের মামলায় তিনি একাধিক বার জেলও কেটেছেন।
উল্লেখ্য, ফুরকান আলীর বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীরা চাঁদাবাজিসহ নির্যাতনের শিকার হয়ে মামলা দায়ের করে। পুলিশ তাকে বার গ্রেফতার করে একাধিকবার কারাগারে পাঠান। ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতন যেন বন্ধই হচ্ছে না।