শায়েস্তাগঞ্জে ক্রীড়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে সভা ও র্যালী অনুষ্ঠিত
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে শায়েস্তাগঞ্জে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কারুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ। পরে র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।