শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহতের ঘটনায় ডাকাত আলী গ্রেফতার
শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন নিহতের ঘটনায় ডাকাত আলী গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল আলী (৩য় পাতায় দেখুন) আলী শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র।
র্যাব জানায়- গত ২ ফেব্রুয়ারি তারিখ দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানাধীন দক্ষিণ বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাফি ‘স’ মিলের সামনে রাস্তার উপর গাছ ফেলে ডাকাতি করার সংবাদ পেয়ে ইলিয়াছ মিয়া ও তার চাচাতো ভাই মহসিন মিয়া মোটর সাইকেল যোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।
তারা ঘন কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্রই রাস্তার পাশে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত হাতে রামদা ও লৌহার পাইপ দিয়ে তাদের মারধোর শুরু করে এবং গালি দিয়ে মোটর সাইকেল থেকে নামতে বলে। পরবর্তীতে ইলিয়াছ মিয়ার পকেটে থাকা মোবাইল ও টাকা নিয়ে যায়।
অতপর ইলিয়াছ মিয়ার মোটর সাইকেলে বসে থাকা তার চাচাতো ভাই মহসিন মিয়া ভয়ে মোটর সাইকেল থেকে নেমে দৌড় দেয় এবং ইলিয়াছ মিয়াও জান বাঁচানোর জন্য মোটর সাইকেল রেখে দৌড়ে কিছুদূর যাওয়ার পর মাটিতে পড়ে যায় এবং রাস্তার লোকজনের কথাবার্তা ও লাইটের আলো দেখে ডাকাতদল চলে গেছে বুঝতে পেরে আস্তে আস্তে রাস্তার উপর আসেন এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়া সেনা সদস্য ও স্থানীয় লোকজনদের ডাকাতির ঘটনা বিস্তারিত বলেন। পরবর্তীতে তার সাথে থাকা চাচাতো ভাই মহসিন মিয়াকে খোঁজাখুঁজি করে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০গজ পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে জমিতে রাত অনুমান ৩টার সময় তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে তার আত্মীয় স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।