শায়েস্তাগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল পুরস্কার বিতরণঅনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক আবিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।
বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। সভা শেষে অবসরপ্রাপ্ত বিদায়ী সিনিয়র সহকারী (হিন্দু ধর্ম) শিক্ষক সজল বরণ ব্রাচারীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ মাহফিলে দূরত শরীফ ও দোয়া পরিচালনা করেন মীর ইখলাছুর রহমান। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রাপ্তি দেবনাথ, এসএসসি-২০২৫ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে প্রীতি অঞ্জলী পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী নেহেরুন্নেছা জেরিন, বিদায়ী শিার্থীদের পে অনুভূতি প্রকাশ করে অনু পূর্ণা রাণী শীল।