শায়েস্তাগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সভা অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। মেডিকেল টেকনিশিয়ান আবু ছালেহ মো. মামুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, প্রধান শিক্ষক মো. নূরুল হক, সহকারী সার্জন ডা. বিশ্বজিত রায় প্রমুখ।
সভায় জানানো হয়- ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ৭২টি কেন্দ্রে ১১ হাজার ৭৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ভিটামিন এ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে।