ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে খুনসহ ডাকাতির মূল হোতা ল্যাংড়া তালেব গ্রেপ্তার

সৈয়দ আজিজুর রহমান,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থেকে খুনসহ ডাকাতির মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃত আবু তালেব জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুুরে এ তথ্য দেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি আবু তালেবকে গ্রেপ্তার হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া। পথে শায়েস্তাগঞ্জে খেলার মাঠের কাছে ডাকাতির শিকার হন তারা। এ সময় ডাকাতদল মোটরসাইকেল, মোবাইলফোন ও টাকা লুট করে নিয়ে যায়। সে সময় প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে মহসিন মিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
৩৬ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে খুনসহ ডাকাতির মূল হোতা ল্যাংড়া তালেব গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থেকে খুনসহ ডাকাতির মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃত আবু তালেব জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুুরে এ তথ্য দেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি আবু তালেবকে গ্রেপ্তার হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া। পথে শায়েস্তাগঞ্জে খেলার মাঠের কাছে ডাকাতির শিকার হন তারা। এ সময় ডাকাতদল মোটরসাইকেল, মোবাইলফোন ও টাকা লুট করে নিয়ে যায়। সে সময় প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে মহসিন মিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।