শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযান: বিপুল ভারতীয় পণ্যসহ কাভারভ্যান আটক, যুবক গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভারভ্যান আটক করেছে পুলিশ। এসময় আবু হানিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর১২ শায়েস্তাগঞ্জের ওলিপুর চেকপোস্ট এলাকায় ওসি শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় সিলেট থেকে ময়মনসিংহগামী কাভারভ্যানটি তল্লাশি করা হয়। প্রথমে চালকের কথাবার্তায় গরমিল দেখা দিলে পুরো গাড়ি খতিয়ে দেখা হয়। এতে ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৭৫ হাজার টাকার ৩০টি শাড়িসহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশের সিলেট রিজিওন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভারভ্যান থানায় জিম্মায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসি মো. শুভ রঞ্জন চাকমা বলেন, “হাইওয়ে রোডে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি এ রুট ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় প্রতিনিয়ত ভারতীয় বিভিন্ন পণ্য ট্রাক, কাভারভ্যান, বাসসহ নানা যানবাহনে পাচার হয়। সিলেট ও চুনারুঘাট মাধবপুর সীমান্ত দিয়ে এসব পণ্য দেশে প্রবেশ করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পাচারের প্রবণতা আরও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগেও হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় জিরাসহ একজনকে আটক করা হয়েছিল। তবে স্থানীয়রা বলছেন, মাঝেমধ্যে বিজিবি ও পুলিশ পাচারকারীদের আটক করলেও মূল হোতা বা গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।