শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও সম্মাননা প্রদান
শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের দায়িত্বশীল সদস্য ও আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় জানানো হয়- পাঁচ বছরে মানব কল্যাণ পরিষদের কর্মীরা প্রায় সাড়ে চার হাজার রোগীকে রক্ত দান করেছেন। সেই সঙ্গে অসংখ্য অসহায় মানুষকে নানাভাবে সহায়তা করা হয়েছে সংগঠটির পক্ষ থেকে। কল্যাণমুখী এসব কমকান্ডের প্রশংসা করেছেন অনুষ্ঠানের অতিথিরা।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।
বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, ডা. উসমান আব্দুল্লাহ, ডা. তাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহিদ, নাঈমুর রহমান দূর্জয়, ইশতিয়াক আহমেদ শোভন, নাসির আহমেদ, মোঃ রিয়াদ আহমেদ, মিজানুর রহমান, সাহিদুল ইসলাম, মোঃ সুজন মিয়া, মাহবুবুর রহমান তামিম, মোঃ মারাজ মিয়া, তানিম মিয়া জিসান, রাসেল মিয়া, শরিফুল ইসলাম, জাবেদুর রহমান, জামিউল আলম প্রমুখ। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাবেদুর রহমান সুজন ও সাহিদুল ইসলাম রক্তদান করেন। সভায় মানব কল্যাণ পরিষদকে সরকারিভাবে বরাদ্দ প্রদানের আশ্বাস প্রদান করেন ইউএনও পল্লব হোম দাস।


















