শায়েস্তাগঞ্জ রেলওয়ে সুপার মার্কেট ভাঙার ষড়যন্ত্র: প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা এম এফ আহমেদ অলি কর্তৃক রেলওয়ে সুপার মার্কেট ভাঙার ষড়যন্ত্র ও রেল কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে লীজ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
শনিবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এম এফ আহমেদ অলি বিগত ফ্যাসিবাদী আওয়ামিলীগের সময়ে সর্বোচ্চ সুবিধা ভোগ করেছেন। তিনি আওয়ামীলীগের সাবেক এমপি আবু জাহিরের ডান হাত হিসেবে কাজ করেছেন। কিন্তু আওয়ামীলীগের পতনের পরপরই রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি শুরু করেন রেলওয়ে সুপার মার্কেট ভাঙার ষড়যন্ত্র ও লীজ বাতিলের অপচেষ্টা। নিরিহ ব্যবসায়ীদেরকে আওয়ালীগের দোসর তকমা দিয়ে মিথ্যা মামলা ও হামলার ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। এমকি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দিয়ে লীজ বাতিলের একাধিক দরখাস্ত ও দিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সে যদি এই ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার এলাকায় বাংলাদেশ রেলওয়ে থেকে বানিজ্যিক লীজ নিয়ে ২’শ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এম এফ আহমেদ অলি লীজ বাতিলের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে করে ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়েছেন।
মানববন্ধনে রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য সাইদুর রহমান বলেন, আমরা ২শ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বৈধভাবে লীজ নিয়ে ব্যবসা করে আসছি। সম্প্রতি শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম এফ আহমেদ অলি ওই লীজ বাতিলের অপচেষ্টা করে যাচ্ছে। যদি সে এই অপতৎপরতা বন্ধ না করে তাহলে আমরা হরতালসহ রেলপথ অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।
শায়েস্তাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ আহমেদ সোহেল বলেন, এখানে আমরা সবাই বৈধ ব্যবসায়ী। একটি কুচক্রী মহল আমাদের কাছে চাঁদা দাবী করে আসছে। এর প্রেক্ষিতে তারা আমাদের লীজ বাতিলের পায়তারা করে যাচ্ছে। তারা এসব বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।