সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এ মানববন্ধনের আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম-সাধারণ সম্পাক মিজানুর রহমান সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, অর্থ-সম্পাদক মোঃ মহিবুর রহমান, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মনির, সাংবাদিক শাহ মোস্তফা কামাল, মো. মামুন চৌধুরী, মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফেজ বাবুল আহমেদ, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ রিপন মিয়া, আহমদ আলী, ছাত্রদল নেতা মিজানুর রহমান, কৃষকদল নেতা নাসির উদ্দিন সেলিম, সাংস্কৃতিক কর্মী শাহীন আহমে, সাংবাদিক ইনজামামুল হক নাঈম, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান সরকারের প্রতি।