ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে ক্রীড়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে সভা ও র‌্যালী অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জে মাজারের দর্শনার্থীদের উত্ত্যক্ত না করতে অনুরোধ করায় নিরীহ লোকদের ওপর হামলা Logo নবীগঞ্জে আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের প্রধান আসামী মোজাহিদ র‌্যাবের হাতে বন্দি Logo ‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ Logo মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ Logo নবীগঞ্জে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে Logo আজ তেলিয়াপাড়া দিবস, ১১ সেক্টরে ভাগ হয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন Logo আমাকে যুদ্ধপরাধ মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমীর Logo সাতছড়ি উদ্যানে পর্যটকের ঢল Logo হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

সাফল্যের আশায় আবারও জুটি বাঁধছেন নিশো-তমা

বিনোদন ডেস্ক

প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় পা রাখেন আরফান নিশো। সিনেমাটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। প্রথম সিনেমাতেই অভিনেতা হিসেবে নিজেকে চেনাতে সমর্থ হন তিনি। সিনেমাটিতে নিশোর বিপরীতে নায়িকা ছিলেন তমা মির্জা।

পরিচালনা করেন রায়হান রাফী। সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল বলে দাবি করেছেন সিনেমাসংশ্লিষ্টরা। তবে এ সিনেমার পরে অনেকটা আড়ালে চলে গেছেন আরফান নিশো। কোনো সিনেমা বা নাটকে কাজ করতে দেখা যায়নি তাকে। তবে দুটি সিনেমায় নতুন করে কাজ করার কথা শোনা গেলেও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ধারণা করা হয়, আরফান নিশো আড়ালে নয়, বরং পরবর্তী সিনেমার জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এরই মধ্যে এক সূত্রের খবরে জানা যায়, সম্প্রতি দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরফান নিশো। এর মধ্যে একটি ‘অসিয়ত’।

সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফী। নায়িকা হিসেবে থাকবে তমা মির্জা। নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী তমা মির্জা বলেন, সিনেসাটি এ বছর মুক্তি পাবে কিনা জানি না।

তবে মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে। সূত্রের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘অসিয়ত’-এর শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমা সম্পর্কে প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের পর তমা মির্জাও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।

শিগগিরই শুরু করবেন শুটিং। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই অভিনেত্রী।তমা মির্জা বলেন, সুড়ঙ্গ সিনেমার পর অনেক কাজেরই প্রস্তাব এসেছে। অনেক ফিরিয়ে দিয়েছি। কিছু কাজ নিয়ে কথাবার্তা এগিয়েছি। এখন তো প্রোডাকশন হাউজগুলো অনেক বিধিনিষেধ দিয়ে দেয়। তাদের ঘোষণার আগে কিছু বলা যাবে না। সে কারণে চূড়ান্ত হলেও অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
৮১ বার পড়া হয়েছে

সাফল্যের আশায় আবারও জুটি বাঁধছেন নিশো-তমা

আপডেট সময় ০২:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় পা রাখেন আরফান নিশো। সিনেমাটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। প্রথম সিনেমাতেই অভিনেতা হিসেবে নিজেকে চেনাতে সমর্থ হন তিনি। সিনেমাটিতে নিশোর বিপরীতে নায়িকা ছিলেন তমা মির্জা।

পরিচালনা করেন রায়হান রাফী। সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল বলে দাবি করেছেন সিনেমাসংশ্লিষ্টরা। তবে এ সিনেমার পরে অনেকটা আড়ালে চলে গেছেন আরফান নিশো। কোনো সিনেমা বা নাটকে কাজ করতে দেখা যায়নি তাকে। তবে দুটি সিনেমায় নতুন করে কাজ করার কথা শোনা গেলেও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ধারণা করা হয়, আরফান নিশো আড়ালে নয়, বরং পরবর্তী সিনেমার জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এরই মধ্যে এক সূত্রের খবরে জানা যায়, সম্প্রতি দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরফান নিশো। এর মধ্যে একটি ‘অসিয়ত’।

সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফী। নায়িকা হিসেবে থাকবে তমা মির্জা। নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী তমা মির্জা বলেন, সিনেসাটি এ বছর মুক্তি পাবে কিনা জানি না।

তবে মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে। সূত্রের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘অসিয়ত’-এর শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমা সম্পর্কে প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের পর তমা মির্জাও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।

শিগগিরই শুরু করবেন শুটিং। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই অভিনেত্রী।তমা মির্জা বলেন, সুড়ঙ্গ সিনেমার পর অনেক কাজেরই প্রস্তাব এসেছে। অনেক ফিরিয়ে দিয়েছি। কিছু কাজ নিয়ে কথাবার্তা এগিয়েছি। এখন তো প্রোডাকশন হাউজগুলো অনেক বিধিনিষেধ দিয়ে দেয়। তাদের ঘোষণার আগে কিছু বলা যাবে না। সে কারণে চূড়ান্ত হলেও অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না।