সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান আটক
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা সীমান্তে দিয়ে চোরাই পথে আনা ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে পেকপাড়া বিওপি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর নির্দেশনায় একটি বিশেষ টহল দল উপজেলার পেকপাড়া সীমান্ত এলাকার মোকামছড়া দিয়ে সাতটি ভারতীয় গরু বাংলাদেশ আনে। গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে বিজিবি সাতটি ভারতীয় গরু জব্দ করে পেকপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।