হবিগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত
হবিগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ শহরের জেলা সমাজসেবা অফিসের কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুরর্স পার্টনার ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা) আয়োজনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টটিউট (আইআরআই) ও ইউএসএআইডির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রূপসার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডলের সভাপতিত্বে রূপসা সংস্থার প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার সমাজসেবার ডেপুটি ডিরেক্টর রাশেদুজ্জামান চৌধুরী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন,বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ পুরোহিত হবিগঞ্জের ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ ভট্টাচার্য সহ বিভিন্ন ধর্মীয়নেতা উপস্থিত ছিলেন।
এতে সকল ধর্মের মধ্যে ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।