ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে একমাত্র আলু ছাড়া কোনো সবজিই পাওয়া যাচ্ছে না ১শ টাকার নিচে। এতে সবজি কিনতে এসে হিমশিমে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ ক্রেতারা।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজিতে ৪০০ টাকা। তবে কোনো কোনো বাজারে বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজি কাচা মরিচ বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দাম বেড়েছে অন্যান্য সবজি গুলোরও।

বর্তমান বাজারে শসা প্রতি কেজি ১১০, বেগুন ১২০, আলু ৬৫, পেঁপে ৬০, লাল শাক ৮০, বরবটি ১২০, মুখি ১০০, করলা ১১০, গাজর ২৫০, ঝিঙে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল অর্ধেক।

অনেক সবজির দাম আবার ৩ গুন বেড়েছে। সবজির পাশাপাশি হাঁস, মোরগের ডিম এবং মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে।

বাজারে সবজির দাম উর্ধ্বমুখি হওয়ায় আগের মত বিক্রি নেই। সবজির দাম বেড়েই চলেছে। এতে করে সবজির সরবরাহ অনেকটাই কমেছে।

সবজির দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন বেশি বেকায়দায় পড়েছেন। তারা বলছেন, সবজির দাম ঊর্ধ্বমুখীর কারণে চাহিদামতো কিনতে পারছেন না। প্রতিনিয়ত হিমশিম পোহাতে হচ্ছে তাদের।

শায়েস্তানগরের ব্যবসায়ীরা বলেন, বাজারে যে সবজি ওঠে, তার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাজারে সবজি সরবরাহ অনেকটাই কম। এ ছাড়া সবজি আনতে পরিবহন খরচ বেড়েছে।

তাই দাম বাড়তির দিকে। সবজির দাম আরও বাড়তে পারে। বেশি দামে সবজি কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম

আপডেট সময় ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে একমাত্র আলু ছাড়া কোনো সবজিই পাওয়া যাচ্ছে না ১শ টাকার নিচে। এতে সবজি কিনতে এসে হিমশিমে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ ক্রেতারা।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজিতে ৪০০ টাকা। তবে কোনো কোনো বাজারে বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজি কাচা মরিচ বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দাম বেড়েছে অন্যান্য সবজি গুলোরও।

বর্তমান বাজারে শসা প্রতি কেজি ১১০, বেগুন ১২০, আলু ৬৫, পেঁপে ৬০, লাল শাক ৮০, বরবটি ১২০, মুখি ১০০, করলা ১১০, গাজর ২৫০, ঝিঙে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল অর্ধেক।

অনেক সবজির দাম আবার ৩ গুন বেড়েছে। সবজির পাশাপাশি হাঁস, মোরগের ডিম এবং মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে।

বাজারে সবজির দাম উর্ধ্বমুখি হওয়ায় আগের মত বিক্রি নেই। সবজির দাম বেড়েই চলেছে। এতে করে সবজির সরবরাহ অনেকটাই কমেছে।

সবজির দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন বেশি বেকায়দায় পড়েছেন। তারা বলছেন, সবজির দাম ঊর্ধ্বমুখীর কারণে চাহিদামতো কিনতে পারছেন না। প্রতিনিয়ত হিমশিম পোহাতে হচ্ছে তাদের।

শায়েস্তানগরের ব্যবসায়ীরা বলেন, বাজারে যে সবজি ওঠে, তার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাজারে সবজি সরবরাহ অনেকটাই কম। এ ছাড়া সবজি আনতে পরিবহন খরচ বেড়েছে।

তাই দাম বাড়তির দিকে। সবজির দাম আরও বাড়তে পারে। বেশি দামে সবজি কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।