হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব শিক্ষার্থীদের ১৭তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব শিক্ষার্থীদের ১৭তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দেড় শতাধিক উশু খেলোয়াড় অংশগ্রহণ করে। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কেক কেটে এর উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।
অনুষ্ঠানে অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মাঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, উশু এসোসিয়েশনের সদস্য নুরুল হক বাবুল, রিবা আক্তার, পারভেজ আহমেদ, শিপন মিয়া, উশু জাতীয় খেলোয়াড় গাউছ মিয়া, প্রধান প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল, প্রশিক্ষক আজিজ আহমেদ নিয়াজ।
আজিজুর রহমান ফয়সালের সভাপতিত্বে ইউএনও পল্লব হোম দাস বলেন- মন ও শরীর সুস্থ রাখতে উশু প্রশিক্ষণ প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি উশু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমি উশুর সাথে আছি। আপনারা এগিয়ে যান। আমার সহোযোগিতায় থাকবে।
প্রধান প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল বলেন- আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক খেলায় অংশ করছে। আমার বিশ্বাস তারা হবিগঞ্জ জেলা ও বাংলাদেশের সম্মান নিয়ে আসবে। আমাদের অনেক খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে পড়াশোনা সুযোগ পেয়েছে।
তিনি জানান- হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব ২০১০সালে থেকে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে শুরু হয়। মাধবপুর উপজেলা, চুনারুঘাট উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা ও হবিগঞ্জ জেলা জালাল স্টেডিয়ামসহ চারটি ক্লাবে ৩শ খেলোয়াড় আছে। চ্যাম্পিয়নশীপ সিলেট ২০২৫ সালে বাংলাদেশের ১৬ টি জেলা অংশগ্রহণ করে। দুটি স্বর্ণপদক, দুটি রৌপ্য পদক ও দুটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব।