শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন
ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মঈনুল হাসান রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানসহ ক্লাব নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানানো হয়েছে।
রোববার রাতে ক্লাব কার্যালয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি মাওলানা নূরুল্লাহ সফি, সিনিয়র সহ-সেক্রেটারি মাওলানা নোমান আহমদ, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আফফান সাব্বির, সিনিয়র সহ-সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আফছর উদ্দিন, মাওলানা মুহিব্বুর রহমান ফারুকী, মাওলানা নূরুদ্দীন আহমদ প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী. ক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ মহিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহ মোস্তফা কামালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











