ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জের পাহাড় পুরে রথযাত্রা অনুষ্ঠিত

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয় ৭ জুলাই রবিবার,আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ নামহট্র সংঘের উদোগে পাহাড় পুরের শ্রীদাম পুরে অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের বিশ্বাস -এ তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে ভক্তের কল্যাণে জগদ্বীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব আসেন ধরাধামে। ঈশ্বরের কৃপা ও পুন্য লাভের আশায় দিনটিকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই ভক্তরা আজ রথের ওপর জগন্নাথ, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি স্থাপন করে সেই রথ মন্দির থেকে টেনে নিয়ে যাবেন আরেক মন্দিরে আবার আটদিন পর সেখান থেকে ফিরিয়ে আনা হবে জগন্নাথ দেবের মন্দিরে একে বলে উল্টোরথ।
হাজারো ভক্তের উপস্থিতিতে পাহাড় পুর শ্রীধাম পাড়া কালী মন্দির থেকে শুরু হয় এ রথযাত্রা।
ঋতৃদ্বীপ দাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিভক্ত চৈতন্য দাস ব্রম্মচারী,জেলা ইয়ুথ ফোরাম পরিচালক ইসকন হবিগঞ্জ। রিদয় দাস ব্রম্মচারী,জেলা নাম হট্র পরিচালক ইসকন হবিগঞ্জ। নীল রাজ গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক জগন্নাথ নাম হট্র সংঘ পাহাড় পুর। আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক রামকৃষ্ণ তালুকদার, যাদব দাস (জগদীশ) , এছাড়া ও উপস্থিত ছিলেন মঙ্গল চন্দ্র দাস, অজয় নরোত্তম দাস, গৌউর হরি দাস,রমেন্দ্র দাস প্রমূখ।
পরে ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে যান মাসির বাড়ি মন্দির প্রাঙ্গনে। উল্টোরথের দিন পর্যন্ত রথ ওখানেই থাকবে।
উল্লেখ্য: বিগত নয় বছর যাবৎ পাহাড় পুরের শ্রীদাম পুরে এই রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
৫১ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জের পাহাড় পুরে রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয় ৭ জুলাই রবিবার,আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ নামহট্র সংঘের উদোগে পাহাড় পুরের শ্রীদাম পুরে অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের বিশ্বাস -এ তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে ভক্তের কল্যাণে জগদ্বীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব আসেন ধরাধামে। ঈশ্বরের কৃপা ও পুন্য লাভের আশায় দিনটিকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই ভক্তরা আজ রথের ওপর জগন্নাথ, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি স্থাপন করে সেই রথ মন্দির থেকে টেনে নিয়ে যাবেন আরেক মন্দিরে আবার আটদিন পর সেখান থেকে ফিরিয়ে আনা হবে জগন্নাথ দেবের মন্দিরে একে বলে উল্টোরথ।
হাজারো ভক্তের উপস্থিতিতে পাহাড় পুর শ্রীধাম পাড়া কালী মন্দির থেকে শুরু হয় এ রথযাত্রা।
ঋতৃদ্বীপ দাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিভক্ত চৈতন্য দাস ব্রম্মচারী,জেলা ইয়ুথ ফোরাম পরিচালক ইসকন হবিগঞ্জ। রিদয় দাস ব্রম্মচারী,জেলা নাম হট্র পরিচালক ইসকন হবিগঞ্জ। নীল রাজ গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক জগন্নাথ নাম হট্র সংঘ পাহাড় পুর। আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক রামকৃষ্ণ তালুকদার, যাদব দাস (জগদীশ) , এছাড়া ও উপস্থিত ছিলেন মঙ্গল চন্দ্র দাস, অজয় নরোত্তম দাস, গৌউর হরি দাস,রমেন্দ্র দাস প্রমূখ।
পরে ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে যান মাসির বাড়ি মন্দির প্রাঙ্গনে। উল্টোরথের দিন পর্যন্ত রথ ওখানেই থাকবে।
উল্লেখ্য: বিগত নয় বছর যাবৎ পাহাড় পুরের শ্রীদাম পুরে এই রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।