আজমিরীগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ঠিম উপজেলা নির্বাহী কর্মক্ষর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে টিম করার প্রসেস ও সমাজ শান্তিপূর্ণ বজায় রাখার দায়িত্বে যে সকল ছাত্রদের টিম করা হবে তাদের নিরাপত্তা ও আইনের সহযোগিতা নিয়ে ১১ই আগষ্ট রোজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক এর সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক আবির হাসান, জয় চৌধুরী, মুক্তাদির রানা, সাহাঙ্গীর চৌধুরী সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। আজমিরীগঞ্জ উপজেলার অন্যতম সমন্বয়ক এ এইচ আবির এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান আজমিরীগঞ্জের শান্তিপূর্ণ বজায় রাখার জন্য এই সাক্ষাৎ।
তিনি আরও বলেন প্রতিটি সহযোগী ছাত্রদের স্টুডেন্ট কার্ড সংগ্রহ করে তাদের কে বৈষম্যবিরোধী ছাত্রজনতার কার্ড ভিতরন করা হবে।প্রতিটি ইউনিয়ন এ আমাদের ছাত্র টিম নিজ দায়িত্বে শান্তি বজায় রাখার দায়িত্ব পালন করবে।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান বৈষম্যবিরোধী ছাত্র ও সমন্বয় ঠিম সাক্ষাৎ করার জন্য এসেছিল।
আজমিরীগঞ্জের সার্বিক পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি জানান আজমিরীগঞ্জ অন্য উপজেলা থেকে শান্ত ছিল, এখন শান্ত রয়েছে, আমাদের এখানে সেনাবাহিনীর টিম ও এসেছে আজমিরীগঞ্জ থানায় পুলিশ ও আসা শুরু করছে।