ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর মানববন্ধন
সম্প্রতি কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে স্বর্না দাশ (১৪) নামক এক কিশোরীকে হত্যা ও ভারতীয় সকল আগ্রাসনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শহরের প্রেসক্লাব চত্ত্বরে দুপুর ১২ ঘটিকায় শামায়েল আহমদ এর সঞ্চালনায় শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি সুমন আহমদ, শাহান আহমদ, জায়েদ আহমদ, শাহ মিসবাহ, তানজিয়া শিশির, জাকারিয়া ইমন, আহবাব আল হামিদী, জুবায়েল আহমদ শুভ, উসমান জাকি সহ প্রমুখ।
এসময় বক্তারা ভারতীয় আগ্রাসন ও সীমান্তে অন্যায় ভাবে হত্যার সমালোচনা করে এসমস্ত সকল হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও বিচার দাবি করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি মীর নিজাম আহমদ, আশরাফ উদ্দিন, জাবেদ রহমান, আলী হোসেন, সজিব আহমদ, আবু হানিফা, ইমাজ আহমদ, আতিকুল ইসলাম, সাবরিনা জেরিন,জেসিকা জেসি, সুমি চৌধুরী, সহ শহরের বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।