তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় (১৪ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে,পরিষদ সম্মেলন কক্ষে, এ দিবসটির গুরুত্বপূর্ণ বিষয় তুলেধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর রুকন উদ্দিন,
উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, তাহিরপুর থানা ইনচার্জ মো: দেলোয়ার হোসেন, প্রোগ্রামার অফিসার ইমরান হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, সদর ইউনিয়ন জামায়াত আমির শফিকুল ইসলাম শফিক ,বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম, সাংবাদিক আব্দুল আলিম,মিজনুর রহমান, সৈকত হাসান,তৌহিদুল ইসলাম, মনিরাজ শাহ।