আজমিরীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদের নামে রাস্তা নামকরণের দাবি
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে,আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।১৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও হলরুমে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনার পাশাপাশি বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় মাটির তৈরি আসবাব পত্র,ব্যংক এর আয়োজনে আড়ং পোশাক ও শীতের পিঠাসহ অনেক তৈরী জিনিস পত্রের প্রদর্শন করা হয়। মেলায় যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা অফিস, কৃষি অফিস, প্রাণি সম্পদ দপ্তর, সমাজ সেবা অফিস সহ বিভিন্ন দপ্তর অংশ নেয়। উপজেলা হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মুজিবুল ইসলাম । বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রেবতি মোহন গোপ, আসরাফ উদ্দিন, কৃঞ্চচন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা লুৎফে আল মুইজ, থানার ওসি তদন্ত মুর্শিদ আলম প্রমুখ। বক্তারা সবাই প্রয়াস করেন স্বাধীনতা ৫৪ বছর পেরিয়ে গেলে ও শহীদ মুক্তিযুদ্ধা জগৎ জোতি দাস (বীর উত্তম), শহীদ মুক্তিযুদ্ধা শীকান্ত দাস, শহীদ মুক্তিযুদ্ধা সিরাজুল হক, এদের স্মৃতি স্বরুপ কিছু হয় নাই, শহীদ মুক্তিযুদ্ধা জগৎ জোতি দাস (বীর উত্তম) এর নামে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের নাম করণ, শহীদ মুক্তিযুদ্ধা শ্রীকান্ত দাস এর নামে পাহাড়পুর রাস্তা, শহীদ মুক্তিযুদ্ধা সিরাজুল হক নামে কাকাইলচেও রাস্তা নাম করণের দাবি প্রেস করেন।