ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজায় ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস Logo বিশ্ব ইজতেমায় সংঘর্ষ: টঙ্গীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন Logo শায়েস্তাগঞ্জে খাদ্য গুদামে সরকারি ভাবে ১৩২০ টাকা মণ দরে ১৮১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে Logo বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩ Logo ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস Logo ভারত যড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়: জিকে গউছ Logo আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই Logo স্বাভাবিক মৃত্যু নাকি আঘাতের কারনে মৃত্যু? মাধবপুরে এক সিএনজি চালকের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন Logo ৫ মিনিটে জটিল অঙ্কের সমাধান করবে গুগলের উইলো Logo ধূমপানে শুধু ফুসফুস নয় কমে ‍যায় বুদ্ধিও: গবেষণা

হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগনি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের এক ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার বা প্রায় ৬০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের মাধ্যমে মালয়েশিয়ার একটি ব্যাংকে এই অর্থ পাচারের ঘটনা ঘটে। শেখ হাসিনা ও তার পরিবারের কয়েকজন সদস্যের নাম এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ও অস্ত্র চুক্তি করেন। এতে তার ভাগনি টিউলিপ সিদ্দিক মধ্যস্থতার ভূমিকা পালন করেন। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের একটি বড় অংশ তিনি ও শেখ রেহানার মধ্যে ভাগ হয়।

এছাড়া, “প্রচ্ছায়া লিমিটেড” নামে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক “জুমানা ইনভেস্টমেন্ট” নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
৪ বার পড়া হয়েছে

হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু

আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগনি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের এক ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার বা প্রায় ৬০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের মাধ্যমে মালয়েশিয়ার একটি ব্যাংকে এই অর্থ পাচারের ঘটনা ঘটে। শেখ হাসিনা ও তার পরিবারের কয়েকজন সদস্যের নাম এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ও অস্ত্র চুক্তি করেন। এতে তার ভাগনি টিউলিপ সিদ্দিক মধ্যস্থতার ভূমিকা পালন করেন। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের একটি বড় অংশ তিনি ও শেখ রেহানার মধ্যে ভাগ হয়।

এছাড়া, “প্রচ্ছায়া লিমিটেড” নামে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক “জুমানা ইনভেস্টমেন্ট” নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।