ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে চুনারুঘাট জমি বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে মফিল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত মফিল মিয়া নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল আলী মিয়ার ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ মফিল মিয়ার সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়াসহ তার লোকজনের। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি ছুরি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে প্রতিপক্ষরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিল মিয়া।

ওসি নুর আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জে চুনারুঘাট জমি বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে মফিল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত মফিল মিয়া নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল আলী মিয়ার ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ মফিল মিয়ার সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়াসহ তার লোকজনের। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি ছুরি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে প্রতিপক্ষরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিল মিয়া।

ওসি নুর আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।