মৌলভীবাজার পৌর জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান
এসো বন্ধু সিদ্ধার্থদের পাশে দাঁড়াই সবাই মিলে। এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত স্বীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান-২৫ পালিত হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) বিকাল ৩ টায় মৌলভীবাজার সদর উপজেলার বাড়ইকোনায় শীতবস্তু উপহার প্রদান করা হয়।
প্রফুল্ল চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি পৌর জামায়াতের ৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির রতন, সহ-সভাপতি আব্দুল মতিন, মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, ৬ নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, আব্দুল মালিক মুরাদ সহ অন্যান্য।
আব্দুল কাদির রতন বলেন, আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য ৬ নং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একান্ত ইচ্ছা ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে শীত বস্ত্রগুলো পৌঁছে দেওয়ার। আপনারা হয়তো জানেন আমাদের এই কার্যক্রম এটা তৃতীয় ধাপ চলতেছে। আমরা পূর্ব বড়হাট, পশ্চিম বড়হাট, কুসুমবাগ এরিয়া সহ বিতরণ করে আমাদের সামর্থের আলোকে আমরা ৬ নং ওয়ার্ডের বাড়ইকোনায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম তার সৃষ্টিলগ্ন থেকে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যেই প্রয়োজন রয়েছে। জামায়াতে ইসলাম তার সাধ্যের আলোকে জাতীয় বৃহত্তর স্বার্থে সব সময় ঐক্যের ভিত্তিতে কাজ করে গেছে। ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে যদি প্রয়োজন মনে করেন। যেকোনো স্বার্থে বা ডাকে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ।