স্তন ক্যান্সারের অপারেশন হবে হবিগঞ্জ সদর হাসপাতালে
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্তন ক্যান্সারের অপারেশন করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে বিএসএমএমইউ ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের অভিজ্ঞ সার্জনরা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এসে সদর হাসপাতালের সার্জনদের নিয়ে স্তন ক্যান্সারের রোগীদের অপাররেশন করা হবে। যারা অপারেশ করাতে  ইচ্ছুক তারা ২০ জানুয়ারির মধ্যে হাসপাতালে নাম লিপিবদ্ধ করতে আহবান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার। ওসমানী মেডিকেল ছাড়া সিলেট বিভাগের জেলা পর্যায়ে হবিগঞ্জ সদর হাসপাতাই প্রথম এই অপারেশনের শুরু হবে।
ডা. আমিনুল হক বলেন, আমরা প্রথমে ব্রেস্ট ক্যান্সার স্কীনিং প্রোগ্রাম চালু করেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লিনিকাল ব্রেস্ট এক্সামিনেশন। যদি কোন রোগীর স্তন ক্যান্সার প্রাথমিক ভাবে ধরা পরে তাহলে তার অপারেশন করা হবে। এটা জরায়ু মুখে ক্যান্সারের ভায়া যেটা সেটা আমাদের কাছে আছে। দুইটা একই প্রোগ্রাম। এতোদিন আমাদের জায়গা সংকোলান থাকার কারণে চালু করা হয়। তিনি জানান, এই প্রোগ্রামের প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নারী ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসার আশরাফুননেচ্ছা আমাদের হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন। তখন তিনি এটা চালুর নির্দেশনা দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এটা চালু করেছি।
তিনি বলেন, সিলেট বিভাগে এমএজি ওসমানি মেডিকেল ছাড়া জেলা পর্যায়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালেই প্রথম এটি চালু হবে। জেলা সদর হাসপাতাল সার্জারি বিভাগের ডা. অনুজ কান্তি দাশ বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও সিলেটের ডাক্তার আমাদের হবিগঞ্জে আসবেন। তখন ৬ দিন ব্যাপি এই কার্যক্রমটি চলবে। যদি আশানুরুপ রোগী পাওয়া যায় তাহলে আমরা অপারেশের কাজ করবো। আগ্রহী রোগীদের ২০ জানুয়ারির মধ্যে সদর হাসপাতালের ২১৪নং রুমে নাম লিপিবদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে।
 
																			 
								                                        






















