শায়েস্তাগঞ্জ ইউএনও’র পক্ষ থেকে চাল ও কম্বল উপহার পেলেন পত্রিকার হকাররা
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের পক্ষ থেকে উন্নতমানের চাল ও কম্বল উপহার পেলেন পত্রিকার হকাররা।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব উপহার বিতরণ করা হয়। ইউএনও পল্লব হোম দাসের পক্ষে উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ হকারদের হাতে এসব তুলে দেন। এ সময় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন উপস্থিত ছিলেন।
এর আগে প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন ৬জন পত্রিকার হকারকে চাল ও কম্বল প্রদানের জন্য আহবান জানান। এ প্রেক্ষিতে হকারদেরকে উপহার প্রদান করা হয়।
ইউএনও পল্লব হোম দাস বলেন- পত্রিকার হকাররা সকাল থেকে বিকেল পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করে থাকে।
এখানে তাদেরকে চাল ও কম্বল দেওয়ার আহবান জানান প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। তাদেরকে উপহার প্রদান করতে পেরে আনন্দিত।
আহবানের মূল্যায়ন করায় ইউএনও পল্লব হোম দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন বলেন- আমরা সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে পত্রিকায় প্রেরণ করি। এ সংবাদ পত্রিকায় প্রকাশ হয়। আর এ পত্রিকা হকাররা পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এখানে তারা উপহার পাওয়ায় আমি আনন্দিত।