ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে সড়ক বেহাল জনদুর্ভোগে নিত্যদিনের যাত্রী ও শিক্ষার্থীরা Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ ১০ লাখ টাকা মূল্যের চোরাচালান জব্দ Logo হবিগঞ্জে আদালতের হাজতে শিশুসন্তান কোলে ছাত্রলীগ নেতা ২ পুলিশ সদস্য ক্লোজড Logo নবীগঞ্জে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মর্মান্তিক মৃত্যু কালিমন্দিরে মালা বদল Logo জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট শায়েস্তাগঞ্জে আওয়ামী ফ্যাসিস্টরা পরাজয় মেনে আত্মগোপন ও পালাতে শুরু করে Logo বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে – এর পুনরাবৃত্তি ঠেকাতে হবে” নবীগঞ্জে ডা. এজেডএম জাহিদ হোসেন Logo ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হবিগঞ্জবাসী এলাকাভিত্তিক ভাগে চলছে সরবরাহ Logo শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল হবিগঞ্জ Logo নিখোঁজের ৫ দিন পর উদ্ধার অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ, স্বামী গ্রেপ্তার

চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক বলেন, ‘‘আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা আক্তারে মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় হাফিজা এক সন্তানকে কোলে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর আব্দুর রউফ দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পরে নিজেও খান। স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় আব্দুর রউফের।’’

আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, ‘‘আমরা পশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে গিয়ে দেখি, দুই ভাতিজি ও ভাই বিষাক্রান্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাতিজিদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ভাই মারা যান। দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।’’

হবিগঞ্জ জেলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন, ‘‘শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রউফ। এর আগে, গত রাতে তার দুই মেয়েকে মৃত অবস্থায় আনা হয়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
৭০ বার পড়া হয়েছে

চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক বলেন, ‘‘আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা আক্তারে মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় হাফিজা এক সন্তানকে কোলে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর আব্দুর রউফ দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পরে নিজেও খান। স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় আব্দুর রউফের।’’

আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, ‘‘আমরা পশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে গিয়ে দেখি, দুই ভাতিজি ও ভাই বিষাক্রান্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাতিজিদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ভাই মারা যান। দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।’’

হবিগঞ্জ জেলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন, ‘‘শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রউফ। এর আগে, গত রাতে তার দুই মেয়েকে মৃত অবস্থায় আনা হয়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’