ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে হবিগঞ্জের কৃতি সন্তান তারেক

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এতে সিলেট বিভাগের সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান নাহিদ উদ্দিন তারেককে। মঙ্গলবার (৮ এপ্রিল ২৫) নাহিদ উদ্দিন তারেক এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগকে বৈষম্য মুক্ত করে দেশের সব মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাহিদ উদ্দিন তারেক বলেন, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশের পরে থেকে তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় দলকে প্রসারিত করতে কাজ করে যাচ্ছেন।
নাহিদ উদ্দিন তারেক ঢাকা কলেজে স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের পক্ষে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা হামলা পরোয়া না করে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্য তিনি কারাভোগ ও জেল জুলুমের শিকার হন। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে ঢাকা বিশ^বিদ্যালয় এবং ঢাকা কলেজের আশপাশে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। ঢাকায় সাত কলেজের আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পূর্ব থেকেই দল গঠনের প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত ছিলেন। অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে নাহিদ উদ্দিন তারেককে সংগঠক হিসেবে উত্তরাঞ্চলের দায়িত্ব দেয়া হয়। একই সাথে তারেককে সিলেট বিভাগীয় এবং এককভাবে হবিগঞ্জকে সংগঠিত করার দায়িত্ব দেয়া হয়। নাহিদ উদ্দিন তারেক চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের ২৯ বছরের মেম্বার দুলাল ভূঁইয়ার দ্বিতীয় সন্তান।
নিজ জেলা হবিগঞ্জসহ সিলেট বিভাগের সংগঠকের দায়িত্বপ্রাপ্ত হয়ে নাহিদ উদ্দিন তারেক বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে। তবে অভ্যুত্থানের মূল চেতনা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবন্ত এখনো বাস্তবায়ন হয়নি। তাই তিনি হবিগঞ্জের সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়ে দেশ ও জাতি গঠনে সুদৃঢ় ভূমিকা রাখার জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে হবিগঞ্জের কৃতি সন্তান তারেক

আপডেট সময় ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এতে সিলেট বিভাগের সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান নাহিদ উদ্দিন তারেককে। মঙ্গলবার (৮ এপ্রিল ২৫) নাহিদ উদ্দিন তারেক এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগকে বৈষম্য মুক্ত করে দেশের সব মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাহিদ উদ্দিন তারেক বলেন, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশের পরে থেকে তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় দলকে প্রসারিত করতে কাজ করে যাচ্ছেন।
নাহিদ উদ্দিন তারেক ঢাকা কলেজে স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের পক্ষে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা হামলা পরোয়া না করে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্য তিনি কারাভোগ ও জেল জুলুমের শিকার হন। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে ঢাকা বিশ^বিদ্যালয় এবং ঢাকা কলেজের আশপাশে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। ঢাকায় সাত কলেজের আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পূর্ব থেকেই দল গঠনের প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত ছিলেন। অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে নাহিদ উদ্দিন তারেককে সংগঠক হিসেবে উত্তরাঞ্চলের দায়িত্ব দেয়া হয়। একই সাথে তারেককে সিলেট বিভাগীয় এবং এককভাবে হবিগঞ্জকে সংগঠিত করার দায়িত্ব দেয়া হয়। নাহিদ উদ্দিন তারেক চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের ২৯ বছরের মেম্বার দুলাল ভূঁইয়ার দ্বিতীয় সন্তান।
নিজ জেলা হবিগঞ্জসহ সিলেট বিভাগের সংগঠকের দায়িত্বপ্রাপ্ত হয়ে নাহিদ উদ্দিন তারেক বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে। তবে অভ্যুত্থানের মূল চেতনা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবন্ত এখনো বাস্তবায়ন হয়নি। তাই তিনি হবিগঞ্জের সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়ে দেশ ও জাতি গঠনে সুদৃঢ় ভূমিকা রাখার জন্য।