শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ (জুন) বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার উপস্থাপনায় ও পরিষদের টানা দ্বিতীয়বারের মতন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী ও নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা। এ সময় সবাইকে নিয়ে এক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সবাই যার যার পরিচয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং আগামী ৫ বছরের মধ্যে যেন ৬ তলা বিশিষ্ট আধুনিক উপজেলা ভবন, ৫০ শয্যা হাসপাতাল ও আধুনিক মডেল মসজিদ নির্মাণ করতে পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক তিনবার কাউন্সিলর ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব,সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন,
সাখাওয়াত হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন মামুন, ফিরোজুল ইসলাম,আব্দুল হক রেনু সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।