ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী Logo শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র Logo হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ Logo হাদিকে গুলি: হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি Logo শায়েস্তাগঞ্জ খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা যুবদলের দোয়া মাহফিল Logo চুনারুঘাট উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে বন কর্মকর্তাকে মারধরের অভিযোগ Logo হবিগঞ্জের বাহুবলে ট্রাক-চাপায় স্কুলশিক্ষক নিহত Logo হবিগঞ্জ বেপরোয়া ট্রাক চাপায় নারী নিহত Logo বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন Logo আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন-নবীগঞ্জের নিজ বাড়িতে ড. রেজা কিবরিয়া

বাহুবল বাজারে ময়লার স্তুপে নাকাল জনজীবন! নদীও ভরাট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র বাহুবল বাজার এখন যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাজার সংলগ্ন করাঙ্গি নদীর তীরে ও মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন ভবনের সামনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এতে করে একদিকে যেমন নদী ভরাট ও দূষিত হচ্ছে, তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের মাছ, মাংস ও কাঁচা তরকারির দোকানগুলোর আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ব্যবসায়ী ও স্থানীয়রা কেউই এ নিয়ম মানছেন না। পরিচ্ছন্নতা কর্মীদেরও দেখা গেছে নদীতে ময়লা ফেলে দিতে। ডাস্টবিনের অভাবে পুরো বাজারজুড়ে ময়লার স্তূপ জমে উঠছে। দুর্গন্ধে পথচারীরা নাক ঢেকে চলাফেরা করছেন, অনেকেই বাধ্য হয়ে অন্য পথ ব্যবহার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন জমে ওঠা এই পচা আবর্জনা থেকে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বড়রাও হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত। কিছু বাসাবাড়িতে দুর্গন্ধ এতটাই প্রবল যে জানালা খুলে রাখা যায় না।

বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এতে করাঙ্গি নদী তার নাব্যতা হারাচ্ছে, পুরো উপজেলাই পড়ছে দূষণের কবলে। সদরে নেই পর্যাপ্ত ডাস্টবিন, ফলে মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলে।”

এদিকে, স্থানীয়রা অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন বাসিন্দারা, কিন্তু তাতেও সাড়া মিলছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, না হলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বাহুবলে এমন হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
৯১ বার পড়া হয়েছে

বাহুবল বাজারে ময়লার স্তুপে নাকাল জনজীবন! নদীও ভরাট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র বাহুবল বাজার এখন যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাজার সংলগ্ন করাঙ্গি নদীর তীরে ও মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন ভবনের সামনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এতে করে একদিকে যেমন নদী ভরাট ও দূষিত হচ্ছে, তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের মাছ, মাংস ও কাঁচা তরকারির দোকানগুলোর আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ব্যবসায়ী ও স্থানীয়রা কেউই এ নিয়ম মানছেন না। পরিচ্ছন্নতা কর্মীদেরও দেখা গেছে নদীতে ময়লা ফেলে দিতে। ডাস্টবিনের অভাবে পুরো বাজারজুড়ে ময়লার স্তূপ জমে উঠছে। দুর্গন্ধে পথচারীরা নাক ঢেকে চলাফেরা করছেন, অনেকেই বাধ্য হয়ে অন্য পথ ব্যবহার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন জমে ওঠা এই পচা আবর্জনা থেকে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বড়রাও হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত। কিছু বাসাবাড়িতে দুর্গন্ধ এতটাই প্রবল যে জানালা খুলে রাখা যায় না।

বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এতে করাঙ্গি নদী তার নাব্যতা হারাচ্ছে, পুরো উপজেলাই পড়ছে দূষণের কবলে। সদরে নেই পর্যাপ্ত ডাস্টবিন, ফলে মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলে।”

এদিকে, স্থানীয়রা অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন বাসিন্দারা, কিন্তু তাতেও সাড়া মিলছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, না হলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বাহুবলে এমন হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।