ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচন পর্যবেক্ষকদের কঠোর নির্দেশনা দিয়ে ইসির নতুন নীতিমালা Logo নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল Logo হবিগঞ্জ-১: বিএনপিতে প্রার্থী জট, মনোনয়ন দৌড়ে প্রবাসীরাও Logo ৫২৩ বছরের ঐতিহ্য শায়েস্তাগঞ্জ দাউদনগর জামে মসজিদ Logo নবীগঞ্জে পাখি শিকারীর কাছ থেকে উদ্ধার করা বন্য বালিহাস পাখি অবমুক্তি,পাখি শিকারীকে অর্থদন্ড Logo আবারও প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল Logo বাহুবল শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, আহত ৫০ Logo হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড Logo হবিগঞ্জ পৌরসভার কোটি টাকার অব্যবহৃত যানে গজিয়েছে গাছ Logo দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা দাবীতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন পালন

বাহুবল বাজারে ময়লার স্তুপে নাকাল জনজীবন! নদীও ভরাট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র বাহুবল বাজার এখন যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাজার সংলগ্ন করাঙ্গি নদীর তীরে ও মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন ভবনের সামনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এতে করে একদিকে যেমন নদী ভরাট ও দূষিত হচ্ছে, তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের মাছ, মাংস ও কাঁচা তরকারির দোকানগুলোর আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ব্যবসায়ী ও স্থানীয়রা কেউই এ নিয়ম মানছেন না। পরিচ্ছন্নতা কর্মীদেরও দেখা গেছে নদীতে ময়লা ফেলে দিতে। ডাস্টবিনের অভাবে পুরো বাজারজুড়ে ময়লার স্তূপ জমে উঠছে। দুর্গন্ধে পথচারীরা নাক ঢেকে চলাফেরা করছেন, অনেকেই বাধ্য হয়ে অন্য পথ ব্যবহার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন জমে ওঠা এই পচা আবর্জনা থেকে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বড়রাও হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত। কিছু বাসাবাড়িতে দুর্গন্ধ এতটাই প্রবল যে জানালা খুলে রাখা যায় না।

বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এতে করাঙ্গি নদী তার নাব্যতা হারাচ্ছে, পুরো উপজেলাই পড়ছে দূষণের কবলে। সদরে নেই পর্যাপ্ত ডাস্টবিন, ফলে মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলে।”

এদিকে, স্থানীয়রা অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন বাসিন্দারা, কিন্তু তাতেও সাড়া মিলছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, না হলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বাহুবলে এমন হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
৬৮ বার পড়া হয়েছে

বাহুবল বাজারে ময়লার স্তুপে নাকাল জনজীবন! নদীও ভরাট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র বাহুবল বাজার এখন যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাজার সংলগ্ন করাঙ্গি নদীর তীরে ও মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন ভবনের সামনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এতে করে একদিকে যেমন নদী ভরাট ও দূষিত হচ্ছে, তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের মাছ, মাংস ও কাঁচা তরকারির দোকানগুলোর আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ব্যবসায়ী ও স্থানীয়রা কেউই এ নিয়ম মানছেন না। পরিচ্ছন্নতা কর্মীদেরও দেখা গেছে নদীতে ময়লা ফেলে দিতে। ডাস্টবিনের অভাবে পুরো বাজারজুড়ে ময়লার স্তূপ জমে উঠছে। দুর্গন্ধে পথচারীরা নাক ঢেকে চলাফেরা করছেন, অনেকেই বাধ্য হয়ে অন্য পথ ব্যবহার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন জমে ওঠা এই পচা আবর্জনা থেকে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বড়রাও হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত। কিছু বাসাবাড়িতে দুর্গন্ধ এতটাই প্রবল যে জানালা খুলে রাখা যায় না।

বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এতে করাঙ্গি নদী তার নাব্যতা হারাচ্ছে, পুরো উপজেলাই পড়ছে দূষণের কবলে। সদরে নেই পর্যাপ্ত ডাস্টবিন, ফলে মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলে।”

এদিকে, স্থানীয়রা অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন বাসিন্দারা, কিন্তু তাতেও সাড়া মিলছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, না হলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বাহুবলে এমন হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।