ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী Logo সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম-সচিব বর্তমান কমিটির প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নান্দনিক হয়েছে Logo সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরা চুনারুঘাটে পর্যটনের বিপুল সম্ভাবনা, অভাব পরিকল্পনার Logo দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে হবিগঞ্জের নদ-নদী Logo শায়েস্তাগঞ্জ অলিপুর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় শিল্প এলাকার বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা Logo নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত Logo পর্যটন শিল্পে সম্ভবনাময় উপজেলা চুনারুঘাট Logo বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- জি কে গউছ Logo মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জে মামলার জেরে দুই পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায়-জি কে গউছ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের বুক ভরা বিষ, সুযোগ পাইলেই তারা ছোবল দিবে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওরা হুমকি হয়ে দাড়াবে। এই ডেভিলদের কাছ থেকে আমাদের সাবধান থাকতেই হবে।

তিনি গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির জনসভায় এসব কথা বলেন।

আওয়ামীলীগ লীগ আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি মানুষকে ভালোবাসে, বিএনপি আল্লাহকে ভয় করে। আওয়ামীলীগ মানুষের সাথে যে অন্যায় করেছে, জুলুম করেছে, বিএনপি নেতাকর্মীদের সেই একই কাজ করা যাবে না। বিএনপি নেতাকর্মীদের প্রতিহিংসা পরায়ন হওয়া যাবে না। বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায়। আমাদের রাজনীতি যেন হয় মানুষের কল্যাণে, দেশের কল্যাণে।

তিনি বলেন- বাংলাদেশের মানুষ অধির আগ্রহে অপো করছে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে আগামী দিন কে রাষ্ট্র পরিচালনা করবে। সরকারের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- সংস্কারের নামে সময় পেন করে প্রশাসনের কর্মকর্তাদের নিকট জনপ্রিয় হতে চান। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের মানুষ নিজেদের অধিকারের জন্য রক্ত দিতে জানে, গর্জে উঠতে জানে।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক,

শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া সাংগঠনিক সম্পাদক এস এম মানিক,

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিন, সাধারণ সম্পাদক মজনু তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
২৯ বার পড়া হয়েছে

বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায়-জি কে গউছ

আপডেট সময় ১২:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের বুক ভরা বিষ, সুযোগ পাইলেই তারা ছোবল দিবে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওরা হুমকি হয়ে দাড়াবে। এই ডেভিলদের কাছ থেকে আমাদের সাবধান থাকতেই হবে।

তিনি গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির জনসভায় এসব কথা বলেন।

আওয়ামীলীগ লীগ আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি মানুষকে ভালোবাসে, বিএনপি আল্লাহকে ভয় করে। আওয়ামীলীগ মানুষের সাথে যে অন্যায় করেছে, জুলুম করেছে, বিএনপি নেতাকর্মীদের সেই একই কাজ করা যাবে না। বিএনপি নেতাকর্মীদের প্রতিহিংসা পরায়ন হওয়া যাবে না। বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায়। আমাদের রাজনীতি যেন হয় মানুষের কল্যাণে, দেশের কল্যাণে।

তিনি বলেন- বাংলাদেশের মানুষ অধির আগ্রহে অপো করছে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে আগামী দিন কে রাষ্ট্র পরিচালনা করবে। সরকারের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- সংস্কারের নামে সময় পেন করে প্রশাসনের কর্মকর্তাদের নিকট জনপ্রিয় হতে চান। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের মানুষ নিজেদের অধিকারের জন্য রক্ত দিতে জানে, গর্জে উঠতে জানে।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক,

শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া সাংগঠনিক সম্পাদক এস এম মানিক,

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিন, সাধারণ সম্পাদক মজনু তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।