চুনারুঘাটে ঢলে ভেসে গেছে ব্রিজ, দুর্ভোগে মানুষ
টানা দুই দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরমছড়ি এলাকার মাইজ গাঙ্গের ওপর নির্মিত কাঠের ব্রিজ (পুল) ভেসে গেছে।
রোববার (২০ জুলাই) ভোরে প্রবল পানির স্রোতে ব্রিজটি ভেসে পাশের একটি ধানক্ষেতে গিয়ে আটকে পড়ে।
সরেজমিনে দেখা যায়, গরমছড়ি এলাকার মাইজ গাঙ্গের ওপর নির্মিত কাঠের ব্রিজটি ভেসে যাওয়ার কারণে রানীগাঁও গরমছড়িসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চুনারুঘাটের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও পাহাড়ি ঢলের পানিতে এসব এলাকার নিম্নাঞ্চল, ফসলি জমি ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় এক শিক্ষার্থী বলেন, ‘সকাল বেলা হঠাৎ দেখি পুলটি আর নেই। পরে খবর পেয়ে গ্রামের লোকজন মিলে তা ধানক্ষেত থেকে তুলে এনে পাশে রাখেন। এই কাঠের ব্রিজই ছিল আমাদের গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা।’
তিনি আরও বলেন, ‘এই ব্রিজ দিয়েই আমরা রানীগাঁও ইউপি অফিস, বাজার ও চুনারুঘাট শহরে যেতাম। এখন জরুরি প্রয়োজনে, এমনকি রোগী নিয়েও শহরে যাওয়া সম্ভব হচ্ছে না। চরম ভোগান্তিতে আছি আমরা সবাই।’
ব্রিজটি না থাকায় এলাকার মানুষ চুনারুঘাট বা রানীগাঁওয়ে গিয়ে প্রয়োজনীয় কাজ, চিকিৎসা সেবা বা কৃষিপণ্য বিক্রি করতে পারছেন না। ফলে বিপাকে পড়েছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
এলাকাবাসী দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি। তাদের দাবি, বিকল্প রাস্তা বা সেতু না থাকায় বর্ষাকালে প্রতি বছরই এভাবে ভোগান্তি পোহাতে হয়। এবার যেন স্থায়ী সমাধান দেওয়া হয়।