ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরা চুনারুঘাটে পর্যটনের বিপুল সম্ভাবনা, অভাব পরিকল্পনার Logo দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে হবিগঞ্জের নদ-নদী Logo শায়েস্তাগঞ্জ অলিপুর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় শিল্প এলাকার বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা Logo নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত Logo পর্যটন শিল্পে সম্ভবনাময় উপজেলা চুনারুঘাট Logo বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- জি কে গউছ Logo মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জে মামলার জেরে দুই পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ বিএনপির সভাপতি হচ্ছেন গউছ Logo হবিগঞ্জে পৃথক ঘটনায় ২ জন নিহত

সিলেটের জলাবন রাতারগুলে পানিতে নেমে প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জলাবন রাতারগুলের (সোয়াম্প ফরেস্ট) পানিতে নেমে নিখোঁজের একদিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোর শামীম আহমদ (১৬) সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।

শনিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীম আহমদসহ চার বন্ধু। এরপর স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে এসময় অন্যরা পানি থেকে ডাঙায় উঠতে পেরেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে চার বন্ধু বেড়াতে গিয়েছিল । সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামেন নেমেছিল তারা। এসময় শামীম আহমদ পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও শুক্রবার তাকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে বেলা ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ‘শুক্রবার রাতারগুলের মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ শনিবার বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ঘটনাস্থল থেকে সিলেটে নিয়ে আসার পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
১১৮ বার পড়া হয়েছে

সিলেটের জলাবন রাতারগুলে পানিতে নেমে প্রাণ গেল কিশোরের

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

সিলেটের জলাবন রাতারগুলের (সোয়াম্প ফরেস্ট) পানিতে নেমে নিখোঁজের একদিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোর শামীম আহমদ (১৬) সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।

শনিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীম আহমদসহ চার বন্ধু। এরপর স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে এসময় অন্যরা পানি থেকে ডাঙায় উঠতে পেরেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে চার বন্ধু বেড়াতে গিয়েছিল । সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামেন নেমেছিল তারা। এসময় শামীম আহমদ পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও শুক্রবার তাকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে বেলা ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ‘শুক্রবার রাতারগুলের মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ শনিবার বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ঘটনাস্থল থেকে সিলেটে নিয়ে আসার পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’