শায়েস্তাগঞ্জে চাঁদা না দেয়ায় দোকান ভাংচুর ব্যবসায়ীকে মারধর করেছে ছাত্রলীগ নেতা
শায়েস্তাগঞ্জের স্টেশন রোড এলাকায় চাঁদা দাবীতে বাঁধা দেয়ার জের ধরে ফয়সাল আহমেদ নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত। এ সময় তাকে মারধর করে দোকানে থাকা কম্পিউটার ভাংচুর করে নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে হালিম বিক্রি করে আসছেন উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের ফয়সাল আহমেদ। সম্প্রতি একই উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের আব্দুুল হান্নানের ছেলে ছাত্রলীগ নেতা সাকিব মিয়া, একই গ্রামের ফজর আলীর ছেলে কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ (এস.আই), সাদত আলীর ছেলে কলেজ ছাত্রলীগ নেতা কাজী সোহাগ ও বিরামচর গ্রামের যুবলীগ নেতা তালুকদার নুরউদ্দিনসহ কয়েকজন যুবক ওই হালিমের দোকানে এসে চাঁদা দাবী করে আসছেন।
গতকাল সন্ধ্যায় উল্লেখিতরা দোকানে গিয়ে ৪ মাসের একত্রে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। এতে ফয়সাল আহমেদ বাঁধা দিলে তারা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে উল্লেখিতরা ফয়সাল আহমেদের দোকানে ঢুকে ভাংচুর করে এবং তাকে মারধর করে। এতে দোকানে থাকা কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র ভেঙ্গে যায়। ফয়সাল আহমেদ বলেন, ‘উল্লেখিতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
তারা আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে এলাকায় প্রভাব দেখিয়ে আসছিল। এরই ন্যায় তারা দোকানে হামলা করে আমাকে মারধর করে এবং নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। বর্তমানে তারা আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি’।