ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ গাড়িতে আগুন Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ পদে মামুনের নিয়োগ অবৈধ Logo তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার Logo বাহুবল বালুভর্তি ট্রাকে মিললো ৪০ বস্তা চিনি! Logo চুনারুঘাটে কিশোর-কিশোরীর আত্মহত্যা Logo লাখাইয়ে ধলেশ্বরি বিলের দখল নিয়ে আবারও সংঘর্ষ, আহত ৩০ Logo জরিপ : অধিকাংশই ভারতীয় বলছে হাসিনাকে ফেরত পাঠানো উচিত Logo মোদি-ট্রাম্প বৈঠক ব্যর্থ : ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo সুনামগঞ্জে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ Logo সিএনজি অটোরিকশাচালকদের জরিমানা ও কারাদণ্ডের নির্দেশনা বাতিল

চলতি সপ্তাহে ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ

বিনোদন প্রতিবেদক

ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ ও হইচইয়ে চলতি সপ্তাহে দেখা যাচ্ছে তিনটি বাংলা সিরিজ। হরর, থ্রিলার ও প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই সিরিজগুলো হল ‘হাঁসের সালুন’, ‘মেসমেট’ ও ‘তালমার রোমিও জুলিয়েট’ ।

এছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিরিজ ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’; যা দেখা যাচ্ছে সনি লিভে। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে সময়ের কণ্ঠস্বর।

মনোবিজ্ঞানী হয়ে আফজাল ‘মেসমেট’ এ

বঙ্গতে গত বুধবার থেকে দেখা যাচ্ছে জন মিল্টন পরিচালিত ওয়েব সিরিজ ‘মেসমেট’। এই সিরিজে দেখা যাবে শহরে একই কায়দায় খুন হচ্ছেন একের পর এক সাইকিয়াট্রিস্ট, আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। অন্যদিকে স্বপ্নে মানুষের মৃত্যু দেখে মামুন নামের এক তরুণ। যেভাবে সে স্বপ্ন দেখে, সেভাবেই মানুষটি মারা যায়। মামুন তখন এক মনোবিজ্ঞানীর কাছে যায়। একসময় নিখোঁজ হয়ে যায় ওই মনোবিজ্ঞানীও। সবকটি খুনের কূলকিনারা করা দায়িত্ব পরে গোয়েন্দা পুলিশের ওপরে।

ছয় পর্বের এই সিরিজে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, ডিবি অফিসারের চরিত্রে মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু এবং সিকদার মুক্তি।

মোশাররফের ‘হাঁসের সালুন’

মোশাররফ করিম অভিনীত ভৌতিক গল্পের সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’র শেষ সপ্তাহের বিশেষ পর্ব ‘হাঁসের সালুন’ চরকিতে এসে গেছে। শরীফুল হাসানের ‘নো এক্সিট’ গল্প থেকে নির্মাণ করা হয়েছে এবারের পর্ব। সিরিজটি নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণে। এখানে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

অনির্বাণের ‘তালমার রোমিও জুলিয়েট’

হইচইয়ে চলছে ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। অর্পণ গড়াই পরিচালিত এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার সঙ্গে কাজ করেছেন একদল নতুন অভিনয়শিল্পী। উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ গল্প অবলম্বনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে লেখা হয়েছে সিরিজের চিত্রনাট্য। যেখানে দেখা গেছে দুই ভিন্ন ধর্মের প্রেমিক-প্রেমিকার প্রেম টিকিয়ে রাখার গল্প। সাম্প্রদায়িক হানাহানি, হিংসা ও খুনোখুনিও উঠে এসেছে সিরিজে।

নিখিল আদভানির ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ দেখাচ্ছে হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’। ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা গল্প অবলম্বনে ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিরিজটি। নিখিল আদভানি পরিচালিত এ সিরিজে অভিনয় করেন চেরাগ ভোহরা, লুক ম্যাকগিবনি, রাজেন্দ্র চাওলা, আরিফ জাকারিয়া, সিদ্ধান্ত গুপ্ত এবং ইরা দুবেসহ অনেকে। সিরিজে ভারত-পাকিস্তান বিভাজন থেকে শুরু করে সে সময়ের ধর্মীয় ও সামাজিক রাজনৈতিক গতিপথের চিত্র ও প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
২৬ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ

আপডেট সময় ০৬:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ ও হইচইয়ে চলতি সপ্তাহে দেখা যাচ্ছে তিনটি বাংলা সিরিজ। হরর, থ্রিলার ও প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই সিরিজগুলো হল ‘হাঁসের সালুন’, ‘মেসমেট’ ও ‘তালমার রোমিও জুলিয়েট’ ।

এছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিরিজ ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’; যা দেখা যাচ্ছে সনি লিভে। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে সময়ের কণ্ঠস্বর।

মনোবিজ্ঞানী হয়ে আফজাল ‘মেসমেট’ এ

বঙ্গতে গত বুধবার থেকে দেখা যাচ্ছে জন মিল্টন পরিচালিত ওয়েব সিরিজ ‘মেসমেট’। এই সিরিজে দেখা যাবে শহরে একই কায়দায় খুন হচ্ছেন একের পর এক সাইকিয়াট্রিস্ট, আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। অন্যদিকে স্বপ্নে মানুষের মৃত্যু দেখে মামুন নামের এক তরুণ। যেভাবে সে স্বপ্ন দেখে, সেভাবেই মানুষটি মারা যায়। মামুন তখন এক মনোবিজ্ঞানীর কাছে যায়। একসময় নিখোঁজ হয়ে যায় ওই মনোবিজ্ঞানীও। সবকটি খুনের কূলকিনারা করা দায়িত্ব পরে গোয়েন্দা পুলিশের ওপরে।

ছয় পর্বের এই সিরিজে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, ডিবি অফিসারের চরিত্রে মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু এবং সিকদার মুক্তি।

মোশাররফের ‘হাঁসের সালুন’

মোশাররফ করিম অভিনীত ভৌতিক গল্পের সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’র শেষ সপ্তাহের বিশেষ পর্ব ‘হাঁসের সালুন’ চরকিতে এসে গেছে। শরীফুল হাসানের ‘নো এক্সিট’ গল্প থেকে নির্মাণ করা হয়েছে এবারের পর্ব। সিরিজটি নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণে। এখানে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

অনির্বাণের ‘তালমার রোমিও জুলিয়েট’

হইচইয়ে চলছে ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। অর্পণ গড়াই পরিচালিত এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার সঙ্গে কাজ করেছেন একদল নতুন অভিনয়শিল্পী। উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ গল্প অবলম্বনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে লেখা হয়েছে সিরিজের চিত্রনাট্য। যেখানে দেখা গেছে দুই ভিন্ন ধর্মের প্রেমিক-প্রেমিকার প্রেম টিকিয়ে রাখার গল্প। সাম্প্রদায়িক হানাহানি, হিংসা ও খুনোখুনিও উঠে এসেছে সিরিজে।

নিখিল আদভানির ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ দেখাচ্ছে হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’। ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা গল্প অবলম্বনে ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিরিজটি। নিখিল আদভানি পরিচালিত এ সিরিজে অভিনয় করেন চেরাগ ভোহরা, লুক ম্যাকগিবনি, রাজেন্দ্র চাওলা, আরিফ জাকারিয়া, সিদ্ধান্ত গুপ্ত এবং ইরা দুবেসহ অনেকে। সিরিজে ভারত-পাকিস্তান বিভাজন থেকে শুরু করে সে সময়ের ধর্মীয় ও সামাজিক রাজনৈতিক গতিপথের চিত্র ও প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।