নসরুল হামিদের বনানীর ভবনে অভিযানে কোটি টাকা ও অস্ত্রসহ যা পাওয়া গেল
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান ডিবিশনের উপ-কমিশনার রিয়াজুল হক বলেন, অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে এক কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া একটি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে।
রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে ‘প্রিয় প্রাঙ্গণ’ নামের ভবনটিতে অভিযান শুরু হয়। অভিযান চলে দুপুর দুইটা পর্যন্ত।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান ডিবিশনের উপ-কমিশনার রিয়াজুল হক বলেন, অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে এক কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া একটি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে।
এর আগে মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা।
অভিযানের শুরুতেই সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ছাড়াও গণ অধিকার পরিষদের
অভিযানে প্রিয়প্রাঙ্গণ ভবনের লিফটের দুই তলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভোল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। একই রুমে বামদিকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এরপর ছয় তালায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।
এছাড়া ওই অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেড়া, তুরস্কের মুদ্রা ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট দুটি, ৫০ লিরার নোট একটি, ২০ লিরার নোট একটি ১০ লিরার নোট চারটি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়।