ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ২ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

পুলিশের মিডিয়া সেল সূত্রমতে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দরিদ্র চা জনগোষ্ঠীর শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫ হাজার টাকা উত্তোলন এর জন্য ইউ/পি সদস্য থেকে টোকেন সংগ্রহ করার পর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। কিন্তু প্রতিটি টোকেনের জন্য স্থানীয় ৫ নং ইউপি সদস্য বাবুল চন্দ্র র‍্যালী ও ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ ও তার লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মাধবপুর থানায় একটি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে লিটন র‍্যালীকে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
৪৮ বার পড়া হয়েছে

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ২ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

পুলিশের মিডিয়া সেল সূত্রমতে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দরিদ্র চা জনগোষ্ঠীর শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫ হাজার টাকা উত্তোলন এর জন্য ইউ/পি সদস্য থেকে টোকেন সংগ্রহ করার পর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। কিন্তু প্রতিটি টোকেনের জন্য স্থানীয় ৫ নং ইউপি সদস্য বাবুল চন্দ্র র‍্যালী ও ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ ও তার লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মাধবপুর থানায় একটি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে লিটন র‍্যালীকে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হবে।