ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন Logo হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ Logo হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল Logo ছাত্রলীগ সন্দেহে জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি Logo খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ Logo বিদায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতন্ত্রের নেত্রী “খালেদা জিয়া” Logo তারেক রহমানের অপেক্ষায় দেশবাসী Logo হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী Logo শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র Logo হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

লাখাইয়ে বিনামূল্যের বীজ দোকানে, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

লাখাই, হবিগঞ্জ প্রতিনিধি,

হবিগঞ্জের লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।

জানা গেছে, লাখাইয়ে চলতি বোরো মৌসুমকে সামনে রেখে সরকারিভাবে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এই ধানবীজ বিতরণ চলছিল। এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারে উপজেলার বিভিন্ন হাটবাজারে সারবীজ ও বালাইনাশকের ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রাজকুমার দেব নামের ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৪৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়।

এছাড়াও সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কীভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে কারা জড়িত, তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ইউএনও।

ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ ও পুলিশ সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৩৪ বার পড়া হয়েছে

লাখাইয়ে বিনামূল্যের বীজ দোকানে, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

হবিগঞ্জের লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।

জানা গেছে, লাখাইয়ে চলতি বোরো মৌসুমকে সামনে রেখে সরকারিভাবে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এই ধানবীজ বিতরণ চলছিল। এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারে উপজেলার বিভিন্ন হাটবাজারে সারবীজ ও বালাইনাশকের ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রাজকুমার দেব নামের ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৪৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়।

এছাড়াও সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কীভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে কারা জড়িত, তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ইউএনও।

ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ ও পুলিশ সদস্যরা।