ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ৭০টি ইটভাটা বন্ধের আশঙ্কা কর্মহীন হওয়ার শঙ্কায় ৪০ হাজার শ্রমিক Logo হবিগঞ্জে ভিপি নুরুল হক নুর আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে Logo হবিগঞ্জের রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা Logo শহীদ নূর হোসেন দিবস আজ Logo হবিগঞ্জ-১: রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই Logo হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo ড. ফরিদুর রহমান বদলি, নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে খুন : অভিযুক্ত আটক Logo ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার Logo ৭ই নভেম্বর ও একজন দেশ প্রেমিক জিয়াউর রহমান

হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান। এই ম্যাচকে ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রিপিট বলা যেতে পারে। সেবার রদ্রির গোলে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। সেটাই তাদের একমাত্র চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথ্য জানাবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। ঘরের মাঠ ইতিহাদে ৪৬ ম্যাচ ধরে অপরাজিত সিটিজেনরা। ইংলিশ লিগের একমাত্র ক্লাব হিসেবে এখনো পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে নিয়েছে দূরন্ত ফর্মে থাকা ম্যানসিটি।

সবচেয়ে বেশি আলোচনায় নরওয়েজিয়ান তারকা আর্লিং হাল্যান্ডকে ঘিরে। ৪ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ইতোমধ্যেই করেছেন ৯ গোল। সিটি জার্সিতে শততম গোলের ল্যান্ডমার্ক ছুঁতে প্রয়োজন আর এক গোল। তাইতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চেও এই নরওয়েজিয়ান গোলমেশিনের দিকে থাকবে স্পটলাইট। তবে জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে বেশি ম্যাচ খেলার ভারে ক্ষুব্ধ ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

ম্যানসিটি ফুটবলার রদ্রি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। আমার মনে হয়ে ব্যস্ত সূচির বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার সময় হয়ে গেছে। আমার সঙ্গে বাকি ফুটবলাররাও একমত হবে। আমাদের হাতে আর কোনো বিকল্প নেই।

অন্যদিকে সময়টা তেমন ভালো কাটছে না ইন্টার মিলানের। চার লিগ ম্যাচে এখনো না হারলেও দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইনজাঘি শীষ্যরা। এর মাঝে ফেদেরিকো দিমারসো, মার্কো আর্নোতোভিচরা এখনো অনুশীলনে যোগ দেননি। তবে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন আলেহান্দ্রো বাস্তোনি, হাকান কালহানগলু, নিকোলা বারেইয়ারা।

চ্যাম্পিয়নস লিগে ২৩ ম্যাচ ধরে অপরাজেয় গার্দিওলা শীষ্যরা। সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান সবই পক্ষে গার্দিওলা শীষ্যদের। তাইতো ফাইনাল হারের বদলা নিয়ে ভাবছেন না ইন্টার কোচ সিমোনে ইনজাঘি। ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাঘি বলেন, এই ম্যাচটা ফাইনাল নয় যে আগের ফাইনালের প্রতিশোধের মিশনে নামব। আমরা জানি ম্যানচেস্টার সিটি পজেশন ধরে রেখে খেলে এবং পেপ কতটা ভালোমানের কোচ। তাদের চেয়ে ভালো খেলেই জিততে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১১২ বার পড়া হয়েছে

হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান

আপডেট সময় ০৭:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান। এই ম্যাচকে ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রিপিট বলা যেতে পারে। সেবার রদ্রির গোলে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। সেটাই তাদের একমাত্র চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথ্য জানাবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। ঘরের মাঠ ইতিহাদে ৪৬ ম্যাচ ধরে অপরাজিত সিটিজেনরা। ইংলিশ লিগের একমাত্র ক্লাব হিসেবে এখনো পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে নিয়েছে দূরন্ত ফর্মে থাকা ম্যানসিটি।

সবচেয়ে বেশি আলোচনায় নরওয়েজিয়ান তারকা আর্লিং হাল্যান্ডকে ঘিরে। ৪ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ইতোমধ্যেই করেছেন ৯ গোল। সিটি জার্সিতে শততম গোলের ল্যান্ডমার্ক ছুঁতে প্রয়োজন আর এক গোল। তাইতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চেও এই নরওয়েজিয়ান গোলমেশিনের দিকে থাকবে স্পটলাইট। তবে জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে বেশি ম্যাচ খেলার ভারে ক্ষুব্ধ ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

ম্যানসিটি ফুটবলার রদ্রি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। আমার মনে হয়ে ব্যস্ত সূচির বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার সময় হয়ে গেছে। আমার সঙ্গে বাকি ফুটবলাররাও একমত হবে। আমাদের হাতে আর কোনো বিকল্প নেই।

অন্যদিকে সময়টা তেমন ভালো কাটছে না ইন্টার মিলানের। চার লিগ ম্যাচে এখনো না হারলেও দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইনজাঘি শীষ্যরা। এর মাঝে ফেদেরিকো দিমারসো, মার্কো আর্নোতোভিচরা এখনো অনুশীলনে যোগ দেননি। তবে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন আলেহান্দ্রো বাস্তোনি, হাকান কালহানগলু, নিকোলা বারেইয়ারা।

চ্যাম্পিয়নস লিগে ২৩ ম্যাচ ধরে অপরাজেয় গার্দিওলা শীষ্যরা। সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান সবই পক্ষে গার্দিওলা শীষ্যদের। তাইতো ফাইনাল হারের বদলা নিয়ে ভাবছেন না ইন্টার কোচ সিমোনে ইনজাঘি। ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাঘি বলেন, এই ম্যাচটা ফাইনাল নয় যে আগের ফাইনালের প্রতিশোধের মিশনে নামব। আমরা জানি ম্যানচেস্টার সিটি পজেশন ধরে রেখে খেলে এবং পেপ কতটা ভালোমানের কোচ। তাদের চেয়ে ভালো খেলেই জিততে হবে।