অবৈধভাবে সরকারি জায়গা দখল করার পায় তারা করছে ভরপূর্নী গ্রামের গোলাম কিবরিয়া
লাখাই উপজেলার ৬ নংবুল্লা ইউনিয়নের বলাকান্দি গ্রামের ব্রিজের প্রায় ৫ হাত উত্তরে পিরানি বিল প্রকাশ মর গাং এর সরকারি লিজকৃতবিলের আগাা রে অবৈধভাবে এক্সকেভেটর দ্বারা মাটি কেটে দখল করার পাঁয়তারা করছে জৈনক ব্যক্তি।
এ ব্যাপারে খোঁজ নিয়েদেখা যায় ভরপুর গ্রামের আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার ছেলে গোলাম কিবরিয়া পিরানী বিলের জায়গা অবৈধভাবে দখল করে জমি তৈরি করার পায়তারা করছে। তার সাথে বিলেরই যারা আধারের পক্ষ হতে যোগাযোগ করে নিষেধ দেওয়া সত্ত্বেও তিনি নিষেধ মানে নাই।
ইরানি বিলটি উন্নয়ন স্কীমের মাধ্যমে আগামী ছয় বছরের জন্য স্বাধীন আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর অধীনে ৬৫.৬৫ শতাংশ এরিয়া পিরানি বিলটি লীজ গ্রহণ করেন বেগুনাই গ্রামের নোমান তালুকদার।
এ বিষয়ে লীজ গ্রহণকারী নোমান তালুকদার জানান সরকার যেহেতু আমাকে লিজ প্রদান করেছেন অতএব এসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হঠাৎ করে ভরপূর্নী গ্রামের ওয়াদুদ ভূইয়ার ছেলে গোলাম কিবরিয়া দখল করার জন্য পাঁয়তারা করছে তাদের বাধা দেওয়া সত্ত্বেও বাধা মানে নাই তাই তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করব । এখন পর্যন্ত মাটি কেটে যাচ্ছে প্রভাব দেখিয়ে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে গোলাম কিবরিয়ার সাথে তার মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান আমি সরকারি জায়গাতে মাটি কেটেছি, কেন কেটেছেন প্রশ্ন করলে তিনি জানান এখানে মাটি মিল করে ধান রোপন করব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে আলাপকালে তিনি জানান আমি এ বিষয়ে অবগত হয়েছি সোমবার আমার নাজির সাহেবের মাধ্যমে মাটি কাটার এক্সকেবেটরটি জব্দ করার জন্য নির্দেশ দিয়েছি আর সংশ্লিষ্টদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।