রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

আবারও মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আল-সিসি

আন্তর্জাতিক ডেস্ক ,তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। ৮৯ দশমিক ৬ বা প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৮ ডিসেম্বর) সোমবার ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেছে মিসরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ। তিনি ৩ কোটি ৯০ লাখের বেশি ভোট পেয়েছেন। যা নজিরবিহীন।

দীর্ঘ এক দশক ধরে মিসরের ক্ষমতায় আছেন সিসি। ২০১৩ সালে দেশটির সেনাপ্রধানের দায়িত্বে থাকার সময় তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন তিনি। ২০১৮ তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও ৩ প্রার্থী। তবে তারা তেমন শক্তিশালী নন। আগামী এপ্রিলে মিসরের প্রেসিডেন্ট পদে নতুন মেয়াদ শুরু করবেন আল-সিসি। দেশটির বর্তমান সংবিধান অনুয়ায়ী, প্রেসিডেন্ট পদে এটাই হবে তার শেষ মেয়াদ।

ক্ষমতায় থাকাকালীন সংবিধান সংশোধন করে মিসরের প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করেন সিসি। ২ মেয়াদের পরিবর্তে ৩ মেয়াদে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে পারবেন বলেও সংবিধানে যুক্ত করেন তিনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.