শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

জীবনের জন্য করনীয় ও বর্জনীয়

মোহাম্মদ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান 

ধর্মে দুটি বিষয় আছে। একটি হল করণীয়। আর একটি হল বর্জনীয়। মাশাআল্লাহ করনীয় কাজ যেমন সালাত, রোজা, হজ্জ্ব, যাকাত, সহ অনেক করনীয় কাজ বেশ মনযোগের সহিত আমরা আদায় করি বা করতে চেষ্টা করি। কিন্তু বর্জনীয় কাজ যেমন মিথ্যা বলা, সুদ দেওয়া নেওয়া, ঘুষ নেওয়া দেওয়া, দূর্নীতি করা,অন্যের হক মারা, যেনা ব্যভিচার সহ জেনে বুঝে আরও অসংখ্য মন্দ বা নিষিদ্ধ কাজ অবলীলায় করে যাই আর এগুলো বর্জনের বিষয়ে আমরা সচেতন কতটুকু আছি তা প্রশ্ন সাপেক্ষ। অথচ করণীয় কাজগুলোর ব্যাপারে আদেশ হল সাধ্যমত কর। আর বর্জনীয় তথা নিষিদ্ধ কাজের বিষয়ে আদেশ হল এর ধারে কাছেও যেও না। তাই আমরা এখনও একটু চিন্তা করি আমরা কি করছি আর কোথায় যাচ্ছি আর কোথায় যেতে চাই। একটু ভাবি?

লেখক মোহাম্মদ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান এডভোকেট,

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট হবিগঞ্জ। adalour@gmail.com

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.