শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

আমরা সবাই ‘বিচারক’: প্রধান বিচারপতি

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রত্যেক পরিবারে, প্রত্যেক সমাজে বিচার মানে হচ্ছে ন্যায় সঙ্গত চিন্তা করা। এই ন্যায় চিন্তা থেকেই আমরা ন্যায় বিচারক হয়ে উঠি।

শুক্রবার (৩ মে) রাতে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিচারকের আসনে বসে বিচার করি। কিন্তু রাস্তার ট্রাফিক পুলিশও একজন বিচারক। কারণ তিনি কোন গাড়ি যেতে দিবেন আর কোন গাড়িকে দিবেন না এটি তার বিচারের উপর নির্ভর করে।

প্রধান বিচারপতি বলেন, আমরা সবাই কোনো না কোনো কিছুর বিচার করি, সবাই বিচারক। তাই আপনি যে স্তরেই থাকেন না কেনো সবক্ষেত্রে ন্যায় বিচারক হওয়াটা খুবই জরুরি।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি হিসাবে আমার উপর দায়িত্ব পড়েছে প্রথাগত বিচারটা করা। সেখানে আমাদের অবশ্যই নির্মোহ বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.